Akhilesh Yadav

ভোট চুরি বন্ধ না হলে বাংলাদেশ, নেপালের মতো গণবিক্ষোভ ভারতেও! সতর্কবাণী অখিলেশের

শুক্রবার দলীয় কর্মসূচিতে অখিলেশ জানান, ভোট চুরি বন্ধ না হলে নেপাল বা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ভারতেও। শাসক পরিবর্তনের দাবি তুলে রাজপথে নামতে পারে জনতা। যার ফলে হিংসা ছড়াতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৯
Share:

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। —ফাইল চিত্র।

বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় বার বার ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেসের রাহুল গান্ধী, আরজেডির তেজস্বী যাদব। এ বার ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

Advertisement

শুক্রবার দলীয় কর্মসূচিতে অখিলেশ জানান, ভোট চুরি বন্ধ না হলে নেপাল বা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ভারতেও। শাসক পরিবর্তনের দাবি তুলে রাজপথে নামতে পারে জনতা। যার ফলে হিংসা ছড়াতে পারে। অযোধ্যা এলাকায় সাম্প্রতিক একটি বিধানসভার উপনির্বাচনে বিজেপির জয় নিয়ে সন্দেহ প্রকাশ করে অখিলেশ বলেন, ‘‘ওই উপনির্বাচনে ৫০০০ বহিরাগতকে এনে ভোট দেওয়ানো হয়েছিল।’’

এর পরেই তাঁর মন্তব্য, ‘‘যদি এই ধরণের ভোট চুরি চলতে থাকে, তা হলে প্রতিবেশী দেশগুলির মতো রাজপথে গণবিক্ষোভ এখানেও দেখা যেতে পারে।’’ ভোট কারচুপি রুখতে নির্বাচন কমিশন সময়োচিত তৎপরতা দেখাচ্ছে না অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের উচিত ভোট যাতে চুরি না হয় তা নিশ্চিত করা। কারণ ভোট চুরি রোখার দায়িত্ব কমিশনেরই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement