ভোটের আগে নরেন্দ্র মোদীর মুখে এ বার হজ, বন্দিমুক্তি

প্রধানমন্ত্রীর দাবি, তাঁর অনুরোধেই এ বার দেশ থেকে হজ যাত্রীর কোটা বাড়িয়েছেন সৌদি যুবরাজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৩:২০
Share:

সলমানদেরও আলাদা করে বার্তা দিলেন মোদী। ছবি: এপি।

বিজেপি মন্দির-হিন্দুত্বে আছেই। ভোটের মুখে এখন চলছে জাতীয়তাবাদের হাওয়া তোলার ধুন্ধমার চেষ্টা।

Advertisement

পটনায় নরেন্দ্র মোদীর আজকের সভা সে অর্থে খানিকটা আলাদা। এখানে মুসলমানদেরও আলাদা করে বার্তা দিলেন তিনি। হজযাত্রার প্রসঙ্গ টেনে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সাম্প্রতিক ভারত সফরের কথার উল্লেখ করেন তিনি। হজযাত্রায় ভারতের কোটা বাড়িয়ে ২ লক্ষ করা ও সৌদি আরবে বন্দি ৮৫০ জন ভারতীয়ের মুক্তির কথা বিশেষ জোর দিয়ে তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর দাবি, তাঁর অনুরোধেই এ বার দেশ থেকে হজ যাত্রীর কোটা বাড়িয়েছেন সৌদি যুবরাজ। দেশের মুসলমানদের আর্থিক উন্নতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশে দারিদ্র সীমারেখা পার করছেন অনেক মানুষ। সে কারণেই হজে যেতে চাইলেও অনেকে পারছেন না। তাই হজের কোটা বাড়াতে অনুরোধ করেছিলাম।’’ ভারতই প্রথম দেশ, যেখান থেকে এত লোককে হজযাত্রার অনুমতি দিয়েছে সৌদি আরব।

Advertisement

এনডিএ-র সঙ্কল্প যাত্রা সমাবেশ। পটনায় গাঁধী ময়দানে। ছবি: পিটিআই।

সৌদির জেল থেকে ভারতীয়দের ছাড়ানোর বিষয়টিও পটনার সভায় সবিস্তার তুলে ধরেন মোদী। বিহারের সিওয়ান-সহ বেশ কয়েকটি জেলা থেকে সে দেশে কাজ করতে গিয়ে আইন কানুন না-জানার কারণে অনেকে নানা অপরাধে অভিযুক্ত হন। তাঁদের বেশির ভাগই মুসলমান। বন্দি পরিবারের লোকেরা বারবার সরকারের কাছে আপনজনের মুক্তির দাবি জানিয়ে আসছেন। সৌদি যুবরাজের কাছে সেই প্রস্তাব দিয়েছিল ভারত। এ বারের সফরে সেই প্রস্তাবে সায় দিয়ে ৮৫০ জনকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এঁদের অনেকেই বিহারের। সভায় সেই প্রসঙ্গও তোলেন মোদী। বিহারের মুসলমান ভোটকে কিছুটা হলেও টানতে চান নীতীশ-রামবিলাস। এটা স্পষ্ট, তাঁদের সাহায্য করতেই মোদীর মুখে আজ হজ ও বন্দিমুক্তির প্রসঙ্গ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন