National news

১০ কোটি টাকা জমা রেখে কার্তিকে বিদেশে যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৭:৩৮
Share:

কার্তি চিদম্বরম। -ফাইল ছবি।

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তিকে কড়া শর্ত দিয়ে বিদেশে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বলা হল, তিনি বিদেশে যেতে পারেন, তবে তার আগে শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলের কাছে তাঁকে ১০ কোটি টাকা জমা রেখে যেতে হবে। আর আদালতের কাছে লিখিত ভাবে জানিয়ে যেতে হবে, যখন যেমন প্রয়োজন হবে, সেই মতো তিনি দেশে ফিরে আসবেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)-এর সঙ্গে সহযোগিতা করবেন। তাঁকে জেরা করার জন্য আদালতকে যে তারিখগুলি জানিয়েছে ইডি, তার প্রত্যেকটিতে হাজির হতে হবে কার্তিকে। আইএনএস মিডিয়া ও এয়ারসেল ম্যাক্সিসের টাকা নিয়ে তা তছরূপের অভিযোগ রয়েছে কার্তির বিরুদ্ধে।

Advertisement

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে। তদন্ত চলার সময় কার্তি বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছিলেন শীর্ষ আদালতের কাছে। তার প্রেক্ষিতে শুনানির আগের দিন, সোমবার, ইডি-র কাছে শীর্ষ আদালত জানতে চেয়েছিল, তারা কোন কোন দিন কার্তিকে জেরা করতে চান। তখনই ইডি-র তরফে জানানো হয়, তারা কার্তিকে জেরা করতে চান ৫, ৬, ৭ এবং ১২ মার্চ।

এ দিন শর্তসাপেক্ষে কার্তিকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে গিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ বলেছে, ‘‘ফেব্রুয়ারির ১০ থেকে ২৬ তারিখের মধ্যে আপনি যেখানে খুশি যেতে পারেন, তবে ৫, ৬, ৭ এবং ১২ মার্চে ইডি-র জেরায় আপনাকে হাজির হতেই হবে।’’

Advertisement

আরও পড়ুন- ৩১ হাজার কোটির ব্যাঙ্ক ঋণ নয়ছয়ের অভিযোগ ডিএইচএফএলের বিরুদ্ধে​

আরও পড়ুন- আরও বিপাকে চিদম্বরম​

কার্তির আইনজীবীকে বেঞ্চ বলেছে, ‘‘আপনার মক্কেলকে বলুন তদন্ত প্রক্রিয়ার সঙ্গে সহযোগিতা করতে। যদিও আপনি সহযোগিতা করেননি। আমাদের অনেক কিছু বলার ছিল। তবে এই মুহূর্তে কিছু বলছি না।’’

একটি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে যাওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে তাঁকে অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছিলেন কার্তি। জানিয়েছিলেন, ব্রিটেনের একটি সংস্থা ‘টোটাস টেনিস লিমিটেড’ ওই টুর্নামেন্টের আয়োজক। ওই টুর্নামেন্টে যাওয়ার জন্য তাঁকে ফ্রান্স, স্পেন, ব্রিটেন ও জার্মানিতে যেতে হবে। তাঁর আর্জিতে কার্তি নিজেকে ‘প্রাক্তন টেনিস খেলোয়াড়, অধুনা প্রশাসক ও শিল্পোদ্যোগী’ বলে পরিচয় দিয়েছিলেন।

কার্তিকে এ দিন সাময়িক ভাবে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের ওই বেঞ্চ বলেছে, ‘‘মনে রাখবেন, পালিয়ে গিয়ে টেনিস খেলা যাবে না। তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন