National News

জরুরি ভিত্তিতে সবরিমালা রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দশেরার ছুটির আগে এই মামলার শুনানি সম্ভব নয়। ছুটির পর ২২ অক্টোবর খুলবে আদালত। তারপরই ওই দু’টি আর্জির শুনানি শুরু হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৭:০১
Share:

সবরিমালা মন্দির। ফাইল চিত্র

সুপ্রিম কোর্ট মহিলাদের প্রবেশাধিকার দেওয়ার পর ১৬ অক্টোবর প্রথম খুলছে শবরীমালা মন্দির। ভক্তরা আর্জি জানিয়েছিলেন, তার আগেই শীর্ষ আদালত ওই রায় পুনর্বিবেচনা করুক। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জরুরি ভিত্তিতে নয়, সাধারণ নিয়মেই দশেরার ছুটির পর এই মামালার শুনানি হবে।

Advertisement

গত ২৮ সেপ্টেম্বরই ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রর সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, শবরীমালা মন্দিরে ঢুকতে পারবেন সব বয়সের মহিলারা। তার আগে পর্যন্ত ১০ থেকে ৫০ বছর বয়সের অর্থাৎ ঋতুযোগ্য মহিলাদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল।

এই রায়ের পরই জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনার আর্জি জানান ‘ন্যাশনাল আয়াপ্পা ডিভোটিজ অ্যাসোসিয়েশন’-এর সভাপতি শৈলজা বিজয়ন। অন্য একটি আর্জি দায়ের হয় কেরলের প্রভাবশালী গোষ্ঠীর সংগঠন ‘নায়ার সার্ভিস সোসাইটি’, পান্ডালামের রাজপরিবার ও শবরীমালার মূল পুরোহিতের পক্ষে।

Advertisement

আরও পড়ুন: ভিলাইয়ের স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, গ্যাস পাইপ ফেটে মৃত অন্তত ৯

মঙ্গলবার সেই দুই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে বিচারপতি এস কে কল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চে। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দশেরার ছুটির আগে এই মামলার শুনানি সম্ভব নয়। ছুটির পর ২২ অক্টোবর খুলবে আদালত। তারপরই ওই দু’টি আর্জির শুনানি শুরু হবে।

আরও পুড়ুন: ফের জিকা আতঙ্ক! দ্রুত ছড়াচ্ছে জয়পুরে, বিহারেও সতর্কতা

দীর্ঘ উপবাসের পর কেরলের শবরীমালায় আয়াপ্পা স্বামীর মন্দিরে প্রতি বছর কয়েক লক্ষ ভক্ত সমাগম হয়। এতদিন তাঁদের মধ্যে ১০ বছরের কম এবং ৫০ বছরের বেশি বয়সের কিছু মহিলা ছাড়া পুরুষদেরই প্রাধান্য ছিল। কিন্তু এ বছর সুপ্রিম কোর্ট সব বয়সের মহিলাদেরই মন্দিরে প্রবেশাধিকার দিয়েছে। তাই এবার বিপুল সংখ্যক মহিলা ভক্ত সমাবেশ হবে ধরে নিয়ে মন্দিরে প্রচুর মহিলা পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement