Noida Man Fell to Death

ঘরে ভাল নেটওয়ার্ক আসছিল না, ফোন নিয়ে ব্যালকনিতে দাঁড়াতেই ১৮ তলা থেকে পিছলে পড়ে মৃত্যু ইন্ডিয়ান অয়েল কর্তার

শনিবার ঘটনাটি ঘটেছে নয়ডায় ১০৪ নম্বর সেক্টরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজয় গর্গ। তিনি দিল্লিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এগজিকিউটিভ ডিরেক্টর ছিলেন। সেখানেই স্ত্রীকে নিয়ে থাকতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৪:৪৯
Share:

প্রতীকী ছবি।

ঘরে মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছিলেন না। তাই ফোন নিয়ে ব্যালকনিতে চলে গিয়েছিলেন ইন্ডিয়ান অয়েলের এক কর্তা। তিনি ছিলেন একটি বহুতলের ১৮ তলায়। ব্যালকনিতে দাঁড়িয়ে মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার চেষ্টায় মগ্ন ইন্ডিয়ান অয়েলের সেই কর্তা পা পিছলে নীচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

শনিবার ঘটনাটি ঘটেছে নয়ডায় ১০৪ নম্বর সেক্টরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজয় গর্গ। তিনি দিল্লিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এগজিকিউটিভ ডিরেক্টর ছিলেন। সেখানেই স্ত্রীকে নিয়ে থাকতেন। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে দিল্লি থেকে স্ত্রী ফোন করেন অজয়কে। তাঁর সঙ্গে কিছু ক্ষণ কথাও হয়। সেই ফোন কাটার পরমুহূর্তেই আরও একটি ফোন আসে। অজয় তখন ঘরের ভিতরেই ছিলেন। ফোন ধরলেও ফোনের ওপাশে থাকা ব্যক্তির কথা ঠিকমতো শুনতে পাচ্ছিলেন না তিনি। তখন তিনি ব্যালকনিতে যান।

প্রতিবেশীরা জানাচ্ছেন, কিছু ক্ষণ পরেই ওই বহুতলে হুলস্থুল পড়ে যায়। তখন জানা যায়, এক ব্যক্তি নীচে পড়ে গিয়েছেন। বহুতলের নিরাপত্তারক্ষীরা প্রথমে লক্ষ করেন। তাঁরাই অজয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পা পিছলে অজয় পড়ে গিয়েছেন বলেই প্রাথমিক ভাবে সন্দেহ করছে পুলিশ। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পড়ে গিয়েছেন, না কি আত্মহত্যা করেছেন, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। শেষ ফোন কার এসেছিল, সেটিও জানার চেষ্টা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement