Bihar Assembly Election 2025

কোথাও ২৭, কোথাও ৩০, কোথাও আবার ৯৫! বিহারের বেশ কয়েকটি আসনে সামান্য ব্যবধানে নির্ধারিত জয়-পরাজয়

সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিহারের ভোজপুর জেলার সন্দেশ কেন্দ্রের জেডিইউ প্রার্থী রাধাচরণ শাহ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরজেডি-র দীপু সিংহকে মাত্র ২৭ ভোটে হারিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৮:১৬
Share:

বিহারে বিপুল জয়লাভের পর উল্লাস বিজেপি সমর্থকদের। ছবি: সংগৃহীত।

বিহারের বেশ কয়েকটি আসনে সামান্য ভোটের ব্যবধানে নির্ধারিত হল জয়-পরাজয়। সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিহারের ভোজপুর জেলার সন্দেশ কেন্দ্রের জেডিইউ প্রার্থী রাধাচরণ শাহ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরজেডি-র দীপু সিংহকে মাত্র ২৭ ভোটে হারিয়েছেন। রামগড় কেন্দ্রের বিএসপি প্রার্থী মাত্র ৩০ ভোটে পরাস্ত করেছেন বিজেপি প্রার্থী অশোককুমার সিংহকে।

Advertisement

১০০-র কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, বিহারে এমন প্রার্থী আরও এক জন রয়েছেন। তিনি অগিআঁও বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী মহেশ পাসওয়ান। তিনি সিপিআইএমএল প্রার্থী প্রকাশ রঞ্জনকে মাত্র ৯৫ ভোটে হারিয়েছেন। তা ছাড়াও ঢাকা বিধানসভা কেন্দ্রের আরজেডি প্রার্থী ফয়জল রহমান বিজেপি প্রার্থী পবন কুমার জয়সওয়ালকে ১৭৮ ভোটে জিতেছেন। ফারবিসগঞ্জের কংগ্রেস প্রার্থী মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী বিদ্যাসাগর কেশরীকে ২২১ ভোটে হারিয়েছেন। চনপটিয়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ২২১ ভোটে হারিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চন্দেশ্বর প্রসাদকে।

বিহারে ২৪৩টি আসনের মধ্যে ২০২-টিতে জিতে আবার ক্ষমতায় ফিরেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ। বিরোধী মহাগঠবন্ধনের ঝুলিতে মাত্র ৩৫টি আসন। এর মধ্যে আরজেডি পেয়েছে ২৫টি আর কংগ্রেস পেয়েছে ছ’টি আসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement