Indian Army

শোপিয়ানে নিকেশ ১ হিজবুল-সহ পাঁচ জঙ্গি

নিরাপত্তারক্ষীদের কাছে আগে থেকেই খবর ছিল, রেবান এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শোপিয়ান শেষ আপডেট: ০৭ জুন ২০২০ ২১:৫৩
Share:

নিরাপত্তারক্ষীদের কাছে আগে থেকেই খবর ছিল, রেবান এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। প্রতীকী ছবি।

জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে পাঁচ জঙ্গিকে খতম করল নিরাপত্তারক্ষীরা। ভারতীয় সেনা সূত্রে খবর, নিহতদের মধ্যে এক হিজবুল মুজাহিদিন এবং বিদেশি জঙ্গিও ছিল। রবিবার সকালে তল্লাশি অভিযান চালানোর সময় ওই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়।

Advertisement

এ দিন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে তল্লাশি অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। ‘অপারেশন রেবান’ নামে ওই অভিযানে প্রথমেই রেবান এলাকাটি ঘিরে ফেলেন তাঁরা। এর পর শুরু হয় তল্লাশি।

নিরাপত্তারক্ষীদের কাছে আগে থেকেই খবর ছিল, রেবান এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। তল্লাশির সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে জঙ্গিরা। তাদের অস্ত্র সমর্পণের কথা বলা হলেও তাতে কাজ হয়নি। এর পর নিরাপত্তারক্ষীদের দিকে গুলি চালালে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নিহত হয় হিজবুল মুজাহিদিনের এক কমান্ডার ফারুক আসাদ নাল্লি এবং এক বিদেশি জঙ্গি-সহ পাঁচ জন।

Advertisement

আরও পড়ুন: স্কুল-কলেজ খুলছে অগস্টের পর, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল

আরও পড়ুন: এনআইএ হেফাজতে করোনায় আক্রান্ত আইএস জঙ্গি নেত্রী, কোয়রান্টিনে তদন্তকারী দল​

সেনা সূত্রে জানানো হয়েছে, প্রায় ছ’ঘণ্টা ধরে চলা সংঘর্ষে রেবান এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এই অভিযানে জঙ্গিদের কাছে থাকা প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন