Jaish-e-Mohammed

মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা! জম্মু ও কাশ্মীরে সেনা অভিযানে নিহত তিন পাক জইশ কমান্ডার

সেনার দুই, পাঁচ এবং ন’নম্বর প্যারাকমান্ডো ইউনিটের পাশাপাশি সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এসওজি (স্পেশ্যাল অপারেশন গ্রুপ) কিস্তওয়ারে জঙ্গি দমন অভিযানে অংশ নিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১০:৪৭
Share:

কিস্তওয়ারে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান। ছবি: পিটিআই।

জম্মু-কাশ্মীরের নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর তিন কমান্ডার। শুক্রবার সকাল থেকে উধমপুর ও কিস্তওয়ারে শুরু হওয়া জঙ্গিদমন অভিযানে এই সাফল্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

কিস্তওয়ার জেলার চাতরুতে পাহাড় ঘেরা নাইদগাম জঙ্গলে শুক্রবার সকালে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে এক জইশ কমান্ডারের মৃত্যু হয়েছিল। রাতে আরও দু’জন সংঘর্ষে মারা পড়েন বলে পুলিশ সূত্রের খবর। নিহত তিন জনের নাম সাইফুল্লাহ, ফরমান এবং বাশা। তাঁদের প্রত্যেকের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। নানা নাশকতামূলক কার্যকলাপের পাশাপাশি ওই তিন জইশ কমান্ডার জম্মু ও কাশ্মীরের তরুণদের মগজধোলাই করে জঙ্গি দলে নাম লেখানোর কাজ চালাতেন বলে পুলিশ সূত্রের খবর। অন্য দিকে, শুক্রবার আখনুরে সংঘর্ষে সেনার এক জেসিও গুরুতর জখম হয়েছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনার দুই, পাঁচ এবং ন’নম্বর প্যারাকমান্ডো ইউনিটের পাশাপাশি সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এসওজি (স্পেশ্যাল অপারেশন গ্রুপ) গত বৃহস্পতিবার থেকে জম্মুর আখনুর সেক্টরে পাহাড়, জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করেছিল। সঙ্গে ছিল সদ্য কাশ্মীরে সন্ত্রাস দমনে নিয়ে যাওয়া অসম রাইফেলস বাহিনীও। নিয়ন্ত্রণরেখা (এলওসি) লাগোয়া এলাকায় পাক জঙ্গিদের অনুপ্রবেশ চিহ্নিত করার পরেই এলাকা ঘেরার কাজ শুরু হয় বলে কিস্তওয়ারের পুলিশ সুপারের দাবি। বরফে মোড়া দুর্গম এলাকায় যাতে জঙ্গিরা আত্মগোপন করতে না পারে, তা নিশ্চিত করে অভিযানে নামানো হয় আর্মি অ্যাভিয়েশন কোরের হেলিকপ্টারও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement