পুরীর জগন্নাথ মন্দির। — ফাইল চিত্র।
পুরীর জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দিয়ে পোস্ট সমাজমাধ্যমে। তার পরেই সেখানে মোতায়েন করা হল কড়া নিরাপত্তা। ঘটনাস্থলে পৌঁছে গেল এটিএস (সন্ত্রাস দমন বাহিনী), বম্ব ডিজ়পোজ়াল স্কোয়াড। পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করেছে।
মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টে ছড়িয়ে পড়ে। তাতে বলা হয়, পুরীর একটি শপিং মলে হামলা হবে। পাশাপাশি, বিজেপির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়ার উপর হামলার হুমকিও দেওয়া হয়। এক মহিলার অ্যাকাউন্ট থেকে এই পোস্ট দেওয়া হয় সমাজমাধ্যমে। তাঁর অভিযোগ, কেউ তাঁর নামে অ্যাকাউন্ট তৈরি করে করে এই কাণ্ড ঘটিয়েছেন। ওই মহিলার বয়ানের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে জেরা করছে পুলিশ।
পুরীর সাইবার আপরাধ দমন থানায় মামলা রুজু হয়েছে। পুরীর পুলিশ সুপারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন সাংসদ খুন্তিয়া। তিনি জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে ফোন করে হুমকিও দিয়েছেন।
পুরীর এসপি প্রতীক সিংহ সংবাদসংস্থা এএনআই-কে জানান, দিনকয়েক আগে কেউ জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দিয়ে পোস্ট করেছেন সমাজমাধ্যমে। পুলিশ, সাইবার অপরাধ দমন শাখা সক্রিয় হয়। এর পরে আবার সমাজমাধ্যমে একটি হুমিক বার্তা দিয়ে ডিলিট করে দেওয়া হয়। মন্দিরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। যাঁরা মন্দিরচত্বরে প্রবেশ করছেন, তাঁদের তল্লাশি করা হচ্ছে।
এই প্রথম নয়, গত বছরেও পুরীর মন্দিরে হামলার হুমকি মিলেছিল। গত অগস্টে শতাব্দীপ্রাচীন মন্দিরের দেওয়ালে দুই ভাষায় লেখা হুমকিবার্তা পাওয়া যায়। আঁকাবাঁকা হস্তাক্ষরে খোদাই করা ওই বার্তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সকলে। যার জেরে তড়িঘড়ি নিরাপত্তা বৃদ্ধি করা হয় মন্দিরচত্বর জুড়ে।