National News

চোখের মধ্যে থেকে বেরিয়ে এল ৭০ মিলিমিটার লম্বা কৃমি!

প্রথমে ভেবেছিলেন, অ্যালার্জি জাতীয় কিছু হবে হয়তো! কিন্তু, ক্রমশ সমস্যা বাড়তে থাকে। শেষমেশ হাসপাতালে যান ওই মহিলা। সেখানে গিয়ে চিকিৎসকদের কাছে যা শোনেন, তাতে ভিরমি খাওয়ার জোগাড় হয় কেরলের ওই বাসিন্দার! তাঁর চোখের মধ্যে নাকি রয়েছে আস্ত একটি কৃমি!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ১২:০০
Share:

—প্রতীকী ছবি

কয়েক দিন থেকেই চোখটা লাল হয়ে ফুলে যাচ্ছিল। সঙ্গে অসহ্য যন্ত্রণা। ছিল চুলকানির সমস্যাও। ঠিক কী কারণে এমনটা হচ্ছে, বুঝতে পারছিলেন না বছর ছাপ্পান্নর ললিতা। প্রথমে ভেবেছিলেন, অ্যালার্জি জাতীয় কিছু হবে হয়তো! কিন্তু, ক্রমশ সমস্যা বাড়তে থাকে। শেষমেশ হাসপাতালে যান ওই মহিলা। সেখানে গিয়ে চিকিৎসকদের কাছে যা শোনেন, তাতে ভিরমি খাওয়ার জোগাড় হয় কেরলের ওই বাসিন্দার! তাঁর চোখের মধ্যে নাকি রয়েছে আস্ত একটি কৃমি! আর যত সমস্যা, সেই কারণেই।

Advertisement

সম্প্রতি চোখের ওই সমস্যা নিয়ে এর্নাকুলাম জেনারেল হাসপাতালে গিয়েছিলেন ললিতা। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর চোখের মধ্যে কোনও ভাবে একটি কৃমি ঢুকে গিয়েছে। অস্ত্রোপচার ছাড়া ওই পরজীবীটিকে বের করা সম্ভব নয়। শুনে প্রথমে খুব অবাক হয়েছিলেন তিনি। চোখের মধ্যে কৃমি! অস্ত্রোপচারের পর ওই ৭০ মিলিমিটার লম্বা ওই পরজীবীটিকে দেখে আরও আশ্চর্য হন ললিতা।

আরও পড়ুন: কানের ভিতর থেকে তরতরিয়ে হেঁটে বেরিয়ে আসছে মাকড়শা...দেখুন ভিডিও

Advertisement

দেখুন ভিডিও

অস্ত্রোপচারের জন্য প্রথমে ‘লোকাল অ্যানাসথেশিয়া’ করা হয় ওই মহিলার চোখ। এর পর ১০ মিনিটের একটি ছোট্ট অপারেশন। তাতেই চোখের ভিতর থেকে বেরিয়ে আসে প্রায় ৭০ মিলিমিটার লম্বা একটি কৃমি। চিকিৎসকরা জানান, ওই পরজীবীটি ‘ডিরোফিলারিয়া’ প্রজাতির। এই কৃমির কারণে মানব দেহে ‘গোদ’ হয়। তবে, চোখের ক্ষেত্রে এই রোগে মূলত সেখানে জল জমে গুটির মতো তৈরি হয়।

তবে, কী ভাবে ওই পরজীবীটি ললিতার চোখের ভিতর ঢুকেছিল, সে ব্যাপারে কিচু জানা যায়নি। পুরো অস্ত্রোপচারটির একটি ভিডিও করা হয়। ভিডিওটি আপলোডও করা হয় সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষ দেখেছেন ভিডিওটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন