চলন্ত ট্রেনের সঙ্গে সেল্‌ফি তুলতে গিয়ে প্রাণ হারাল চেন্নাইয়ের কিশোর

চলন্ত ট্রেনের সামনে নিজস্বী তুলছিল কিশোরটি। কিন্তু, রেললাইনের উপরে উঠে নিজেকে ক্যামেরাবন্দি করতে গিয়ে সে খেয়ালই করেনি দ্রুত গতির ট্রেনটা কতটা কাছে এগিয়ে এসেছে! মুহূর্তের মধ্যে হুড়মুড় করে ট্রেন চলে আসে। ধাক্কা মারে বছর ষোলোর দীনেশকে। ঘটনাস্থলেই তালগোল পাকিয়ে যায় তার দেহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৩৬
Share:

চলন্ত ট্রেনের সামনে নিজস্বী তুলছিল কিশোরটি। কিন্তু, রেললাইনের উপরে উঠে নিজেকে ক্যামেরাবন্দি করতে গিয়ে সে খেয়ালই করেনি দ্রুত গতির ট্রেনটা কতটা কাছে এগিয়ে এসেছে! মুহূর্তের মধ্যে হুড়মুড় করে ট্রেন চলে আসে। ধাক্কা মারে বছর ষোলোর দীনেশকে। ঘটনাস্থলেই তালগোল পাকিয়ে যায় তার দেহ।

Advertisement

বন্ধুদের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল দীনেশ। স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত সে। চেন্নাইয়ের শহরতলির বাড়িতে ফেরার পথে হঠাত্ই সে ট্রেনের সঙ্গে সেল্‌ফি তুলবে বলে বন্ধুদের জানায়। এর পরেই উঠে পড়ে রেললাইনে। দূরে তখন ট্রেনের হুইসল। ট্রেন যত কাছে আসতে থাকে, মোবাইল ক্যামেরা নানা ভঙ্গিমায় নিজের চেহারায় ঘোরাতে থাকে সে। নানা অ্যাঙ্গল থেকে নিজেকে ক্যামেরাবন্দি করতে চায়। বন্ধুদের কয়েক জন সাবধানও করে তাকে। কিন্তু, চলন্ত ট্রেনের সঙ্গে সেল্‌ফি তোলায় মগ্ন দীনেশ সে সবে কান দেয়নি।

এই সংক্রান্ত আরও খবর
‘সেল্‌ফি’শ ব্যাধি: কী বলছেন মনোবিদরা

Advertisement

জ্বলন্ত হোটেলের সামনে নিজস্বী, সমালোচনার ঝড়

দেখুন গ্যালারি
মারণ সেলফি

গত মাসেই মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্র সৈকতে সেল্‌ফি তুলতে গিয়ে ঢেউয়ে তলিয়ে গিয়েছিল এক কিশোরী। তারে বাঁচাতে গিয়ে জলের তোড়ে ভেসে যান এক যুবক। তার পরে গত সপ্তাহেই ১৬টি জায়গাকে ‘নো-সেল্‌ফি জোন’ হিসেবে ঘোষণা করেছে মুম্বই পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন