Acid Attack

স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়লেন ৬৯ বছরের স্বামী! বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহেই হামলা?

প্রবীণ অভিযোগ করেন, তাঁর স্ত্রীর অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছেন। সেই নিয়ে সোমবার রাত দেড়টা নাগাদ বচসা শুরু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৪:০৭
Share:

অভিযোগ, ঝামেলার জেরেই স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারেন স্বামী। ছবি: প্রতীকী

প্রবীণ দম্পতির মধ্যে ঝামেলা। অভিযোগ, সেই ঝামেলার জেরেই স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারলেন স্বামী। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, স্ত্রীর অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে সন্দেহেই অ্যাসিড ছুড়েছেন ৬৯ বছরের ওই ব্যক্তি। মুম্বইয়ের অদূরে সিয়নের ঘটনা। অভিযুক্ত প্রবীণকে আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রতীক্ষানগরে থাকেন ওই প্রবীণ দম্পতি। সোমবার তাঁদের মধ্যে বচসা শুরু হয়। প্রবীণ অভিযোগ করেন, তাঁর স্ত্রীর অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই নিয়ে সোমবার রাত দেড়টা নাগাদ বচসা শুরু হয়। রেগে গিয়ে এক বোতল অ্যাসিড এনে স্ত্রীর দিকে ছুড়ে দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫৬ বছরের ওই মহিলার আঘাত গুরুতর নয়। তাঁর চিকিৎসা চলছে। মহিলার অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করেছে পুলিশ। প্রবীণকে আটক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement