Haryana Incident

হরিয়ানায় খুন পুলিশ অফিসার! লাঠি, ইট দিয়ে হামলা, মাথায় আঘাত, মৃত্যু হাসপাতালে, গ্রেফতার পাঁচ

পুলিশ জানিয়েছে, হরিয়ানার ধনি শ্যামলাল এলাকার সাব ইনস্পেক্টর রমেশ কুমারকে বৃহস্পতিবার রাতে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে গাড়ি ও স্কুটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৭:৩৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়ির বাইরে একদল যুবকের হট্টগোল থামাতে গিয়ে আক্রান্ত হন হরিয়ানার এক পুলিশ অফিসার। অভিযোগ, তাঁকে লাঠিপেটা করা হয়। গুরুতর জখম অবস্থায় ওই পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চলছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, হরিয়ানার ধনি শ্যামলাল এলাকার সাব ইনস্পেক্টর রমেশ কুমারকে বৃহস্পতিবার রাতে পিটিয়ে খুন করা হয়। ঘটনাটি ঘটে রাত ১১টা নাগাদ। পুলিশ সুপার শশাঙ্ককুমার সাওয়ান জানান, রাতে রমেশের বাড়ির সামনে একদল যুবক হইহট্টগোল করছিলেন। সেই সময় তিনি বাইরে এসে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। তবে উল্টে তাঁর উপরই চড়াও হন ওই যুবকেরা।

অভিযোগ, অভিযুক্তেরা রমেশকে ঘিরে ধরেন। শুরু হয় বাগ্‌বিতণ্ডা। কথা কাটাকাটির মধ্যে হঠাৎই ওই যুবকেরা রমেশকে মারধর শুরু করেন। অভিযোগ, লাঠিপেটা করা হয়। মাথা লক্ষ্য করে ইটও ছোড়েন তাঁরা। শশাঙ্ক জানান, মাথায় গুরুতর চোট পান রমেশ। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে এলাকা ছাড়েন অভিযুক্তেরা।

Advertisement

স্থানীয়দের সাহায্যে পরিবারের লোকেরা তড়িঘড়ি আহত রমেশকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পুলিশ এই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। শশাঙ্ক জানিয়েছে, পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ তল্লাশি অভিযান চলছে। অভিযুক্তেরা সকলেই ওই পাড়ার বাসিন্দা। ইতিমধ্যেই অভিযুক্তদের একটি গাড়ি এবং স্কুটার বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement