Karnataka Brutal Murder Case

দোকানের ভিতরে দা নিয়ে হামলা, তাড়া করে একের পর এক কোপ! কর্নাটকে খুনের অভিযোগে ধৃত ৭

দোকানের ভিতরে প্রবেশ করে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। দা দিয়ে একের পর এক কোপ বসানো হয়েছে আক্রান্তের শরীরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৪:১৫
Share:

কর্নাটকে কুপিয়ে খুনের অভিযোগ। ছবি: সংগৃহীত।

দোকানে প্রবেশ করে এক ব্যক্তিকে দা নিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কর্নাটকে। মৃতের নাম চেনাপ্পা নারিনাল। কর্নাটকের কোপ্পল জেলার ওই ঘটনায় এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশের অনুমান, পুরনো শত্রুতা এবং সম্পত্তিগত বিবাদের জেরেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।

Advertisement

গত শনিবারের ওই হত্যাকাণ্ড ধরা পড়েছে দোকানের একটি সিসি ক্যামেরার ফুটেজে। সেটিতে দেখা যাচ্ছে, একটি রাম দা নিয়ে চেনাপ্পাকে দোকানের ভিতরে তাড়া করছেন এক ব্যক্তি। দা নিয়ে কোপানোর চেষ্টা করেছেন। কিছু কোপ চেনাপ্পার গায়ে পড়ছে, কিছু আশ পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় দোকানের অন্য প্রান্তে পালানোর চেষ্টা করছিলেন আক্রান্ত তরুণ। সেখানে আরও এক জন রাম দা নিয়ে অপেক্ষা করছিলেন। চেনাপ্পা সে দিক দিয়ে পালানোর চেষ্টা করতেই ফের কোপানো হয় তাঁকে। লাঠি দিয়েও মারধর করা হয়। আক্রান্ত তরুণ কোনওক্রমে দোকানের বাইরে বেরিয়ে আসতেই সেখানে আরও কয়েক জন তাঁর উপর চড়াও হন। চেনাপ্পাকে পর পর ছুরি দিয়ে কোপাতে থাকেন তাঁরা। এর পরে আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ওই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। প্রাথমিক ভাবে পুরনো শত্রুতা এবং সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন বলে অনুমান হলেও, ঘটনার সঙ্গে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement