arrest

বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে রাতভর গণধর্ষণ গুজরাতে! নাবালক-সহ আট জনকে ধরল পুলিশ

গত বুধবার নভসারি জেলার ভাঁসদা গ্রামে ঘটনাটি ঘটেছে। ১৫ বছর বয়সি ওই কিশোরী রাত সাড়ে ১০টা নাগাদ শৌচকর্ম সারতে বাড়ি থেকে বেরিয়েছিল। ঠিক তখনই পূর্বপরিচিত তিন যুবক মোটরসাইকেলে চেপে এসে তাকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২৩:৫৭
Share:

— প্রতীকী চিত্র।

বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল আট যুবকের বিরুদ্ধে। চলতি সপ্তাহে গুজরাতের নভসারি জেলায় ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমে আট জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক নাবালকও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

সংবাদসংস্থা পিটি‌আইয়ের প্রতিবেদন সূত্রে খবর, গত বুধবার নভসারি জেলার ভাঁসদা গ্রামে ঘটনাটি ঘটেছে। ১৫ বছর বয়সি ওই কিশোরী রাত সাড়ে ১০টা নাগাদ শৌচকর্ম সারতে বাড়ি থেকে বেরিয়েছিল। ঠিক তখনই পূর্বপরিচিত তিন যুবক মোটরসাইকেলে চেপে এসে তাকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ। কিশোরীকে প্রায় আড়াই কিলোমিটার দূরে একটি নির্জন জায়গায় নিয়ে যান তাঁরা। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আরও পাঁচ জন। এর পর আট জন মিলে রাতভর কিশোরীকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। অন্য দিকে, কিশোরী বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে দেন পরিজনেরা। পর দিন ভোরে নির্যাতিতা বাড়ি ফিরলে গোটা ঘটনা প্রকাশ্যে আসে।

নির্যাতিতার পরিবারের তরফে বৃহস্পতিবারই লিখিত অভিযোগ দায়ের করা হয়। চিখলির ডিএসপি বিভি গোহিল পিটিআই-কে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একে একে গ্রেফতার করা হয় আট অভিযুক্তকে। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে সাত জনের বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে। অষ্টম জন নাবালক। ধৃতদের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন (পকসো)-এর পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement