Chhattisgarh

পাল্টা হামলা মাওবাদীদের, নিহত ৯ সিআরপিএফ জওয়ান

মাওবাদী প্রভাবিত সুকমা জেলায় তল্লাশি অভিযান চলছিল। সেই সময়েই কিস্টারাম পুলিশ থানা এলাকায় গভীর জঙ্গলের মধ্যে মাওবাদীরা তীব্র বিস্ফোরণ ঘটায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ১৪:৫৪
Share:

মাওবাদী হামলার পর ঘটনাস্থলে সিআরপিএফ জওয়ানরা। মঙ্গলবার।নিজস্ব চিত্র।

দিন দশেকের ব্যবধান। তার মধ্যেই বড়সড় প্রত্যাঘাত হানল মাওবাদীরা। মঙ্গলবার তারা ছত্তীসগঢ়ের সুকমায় মাইনরোধী গাড়ি উড়িয়ে দেয়।

Advertisement

ওই ঘটনায় অন্তত ৯ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

সিআরপিএফ সূত্রে খবর, এ দিন সকালে মাওবাদী প্রভাবিত সুকমা জেলায় তল্লাশি অভিযান চলছিল। সেই সময়েই কিস্টারাম পুলিশ থানা এলাকায় গভীর জঙ্গলের মধ্যে মাওবাদীরা তীব্র বিস্ফোরণ ঘটায়। তাতেই উড়ে যায় মাইনরোধী ওই গাড়ি।

Advertisement

সুকমাতেই দু’দিন আগে মুখ্যমন্ত্রী রমন সিংহ ঘুরে গিয়েছেন। তার পরেই এই ঘটনা। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

মাওবাদী হামলার পর সিআরপিএফের মাইনরোধী গাড়িটি। নিজস্ব চিত্র।

এর আগে গত ২ মার্চ ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার পূজারী কাঁকের এলাকার জঙ্গলে সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মারা যায় অন্তত ১০ জন মাওবাদী। এ দিনের ঘটনা তারই পাল্টা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ছত্তীসগঢ়ে যৌথ বাহিনীর অভিযান, শীর্ষ নেতা-সহ খতম ১০ মাওবাদী

ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন তিনি। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement