National news

বেপরোয়া গতিতেই সব শেষ, উত্তরপ্রদেশে বাস উল্টে মৃত অন্তত ১৭

বাস চালককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবস্থা স্থিতিশীল না হওয়ায়, তাঁর সঙ্গে কথা বলতে পারেনি পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৩ জুন ২০১৮ ১০:১৮
Share:

উল্টে যাওয়া সেই বাস।

গতিই কাল হল। রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেল প্রবল বেগে ছুটে চলা বাস। উত্তরপ্রদেশের মৈনপুরীতে এই ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জন।

Advertisement

জানা গিয়েছে, বাসটি জয়পুর থেকে উত্তরপ্রদেশের ফারুখাবাদের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসে ৬০-৭০ জন যাত্রী ছিলেন। এঁদের মধ্যে বেশির ভাগই ইটভাটার কর্মী। প্রাথমিক তদন্তে অনুমান, অত্যধিক গতির ফলেই বাসটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ডিভাইডারে ধাক্কা দিয়ে তা উল্টে যায়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

দু্র্ঘটনায় বাস চালকে একটি পা কাটা পড়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবস্থা স্থিতিশীল না হওয়ায় এখনও তাঁর সঙ্গে কথা বলতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সমস্ত রকমের চিকিত্‌সার ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: নজরে ৪০০, একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে আসরে রাহুল

আরও পড়ুন: আরও এক বছর দেরিতে চলবে ট্রেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন