রাজস্থানের ফালোদিতে দুর্ঘটনাগ্রস্ত টেম্পো ট্র্যাভেলারের সামনে জমায়েত। রবিবার রাতে। ছবি: পিটিআই।
রাজস্থানে দুর্ঘটনা। এ বার পুণ্যার্থীদের ছোট ট্র্যাভেলার বাস সজোরে ধাক্কা মারল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলার ট্রাকে। রবিবার রাতের এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং চার জন শিশু। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে, পুলিশকে দেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। বাসের সিটে আটকে গিয়েছিল মহিলা ও শিশুদের ছিন্নভিন্ন দেহ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
জানা গিয়েছে, বাসের যাত্রীরা সকলেই জোধপুরের নৈনচি এলাকার বাসিন্দা। ট্র্যাভেলার ভাড়া করে ২২০ কিলোমিটার দূরে বিকানেরের কোলায়াত মন্দিরে গিয়েছিলেন তাঁরা। সেখানে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা। জোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ জানিয়েছেন, ফালোদি এলাকায় ভারতমালা হাইওয়ের উপর, গন্তব্য থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে পুণ্যার্থীদের বাস দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, গুরুতর আহত অবস্থায় দু’জন জোধপুরের হাসপাতালে চিকিৎসাধীন।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভারতমালা হাইওয়ের উপর রাস্তার ধারে বেশ কিছু ধাবা রয়েছে। তারই একটির পাশে ট্রেলার ট্রাকটি দাঁড় করানো ছিল। পিছন দিক থেকে প্রবল গতিতে ছুটে আসে বাস। অন্য একটি ট্রাককে পাশ কাটিয়ে এগোনোর চেষ্টা করছিল সেটি। তা করতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রেলারে ধাক্কা মারেন।
দুর্ঘটনায় বাসের সামনের দিকের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। ভিতরে দলা পাকিয়ে গিয়েছিল পুণ্যার্থীদের দেহ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। এ ছাড়া, স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। তবে দেহ উদ্ধার করতে এবং আহতদের হাসপাতালে পাঠাতে দীর্ঘ ক্ষণ সময় লেগেছে। ফালোদি থানার এক আধিকারিক বলেন, ‘‘সংঘর্ষের কারণে সিটের সঙ্গে দেহগুলি এমন ভাবে আটকে গিয়েছিল যে, সেগুলি সরাতে আমাদের খুব সমস্যা হয়েছে।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতেই এই ঘটনায় শোক প্রকাশ করে লেখেন, ‘‘রাজস্থানের দুর্ঘটনায় এত মৃত্যুর খবরে আমি শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’’ মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি। রাষ্ট্রপতি এই ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন এবং আহতদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে বলেছেন।