Firecracker Factory Blast

অন্ধ্রের বাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গিয়েছে ছাদ! মৃত অন্তত ছয়, আহত আরও অনেকে

দমকল বাহিনী সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলে দমকল বাহিনী ছাড়াও রয়েছে পুলিশ এবং উদ্ধারকারী দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৫:১২
Share:

অন্ধ্রপ্রদেশের বাজি কারখানায় আগুন। ছবি: সংগৃহীত।

অন্ধ্রপ্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ছ’জনের। গুরুতর আহত আরও আট জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর এক আতশবাজি কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

জানা গিয়েছে, ওই বাজি কারখানায় আচমকাই আগুন লাগে। তখন ওই কারখানায় বেশ কয়েক জন শ্রমিক কাজ করছিলেন। বাজি তৈরির প্রচুর মশলা, রাসায়নিক পদার্থ ওই কারখানায় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই কারখানা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। উড়ে যায় কারখানার চাল। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সেই সময় কয়েক জন শ্রমিক কারখানার মধ্যে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী।

দমকল বাহিনী সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলে দমকল বাহিনী ছাড়াও রয়েছে পুলিশ এবং উদ্ধারকারী দল। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিষয়টা পূর্ণাঙ্গ খতিয়ে দেখা হবে।

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কারখানায় নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। মনে করা হচ্ছে, রাসায়নিক পদার্থের ভুল ব্যবহারের ফলে বিস্ফোরণ ঘটে। তার পরেই আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। তবে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রেখেছেন তিনি। ত্রাণ এবং চিকিৎসা সহয়তা কী ভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে পর্যালোচনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement