দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ছবি। ছবি: সংগৃহীত।
১৫ জন মিলে বাঁধের ধারে পিকনিকে গিয়েছিলেন। হইহই করে খাওয়াদাওয়া, আড্ডার আসর শেষে ছবি তুলছিলেন সকলে মিলে। ছিল নানা বয়সের শিশুরাও। তখনই হঠাৎ বিপত্তি! আচমকা বাঁধের জল ছাড়তেই স্রোতের প্রবল টানে ভেসে গেলেন সাত জন। মুহূর্তে ভেসে গেল শিশুরাও।
মঙ্গলবার কর্নাটকের তুমাকুরুর মার্কোনাহাল্লি বাঁধে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই দিন দুপুরে সেখানে পিকনিক করতে গিয়েছিল ১৫ জনের একটি দল। তার মধ্যে শিশুরাও ছিল। খাওয়াদাওয়ার পর বাঁধের উপর দাঁড়িয়ে ছবি তুলছিলেন সকলে। তখনই হঠাৎ বাঁধে সাইফনের কারণে তীব্র স্রোত দেখা দেয়। টাল সামলাতে না পেরে জলে পড়ে যান সাত জন। কোনওমতে এক জন বেঁচে গেলেও বাকিরা স্রোতের টানে ভেসে যান।
তুমাকুরুর পুলিশ সুপার অশোক কেভি বলেন, প্রায় ১৫ জন পিকনিকে গিয়েছিলেন। তার মধ্যে সাত জন জলের তোড়ে ভেসে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও দমকলবাহিনী। নওয়াজ় নামে এক জনকে উদ্ধার করা হয়। তাঁকে আদিচুঞ্চনগিরি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দীর্ঘ তল্লাশি চালিয়ে আরও দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকি চার জন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ও নিখোঁজদের সকলেই নারী ও শিশু। ঠিক কী ভাবে ওই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।