Bird Flu Virus in Domestic Cats

বাঘ, চিতাবাঘের পরে এ বার বিড়ালও আক্রান্ত বার্ড ফ্লুতে! মধ্যপ্রদেশে সংক্রমিত বেশ কিছু প্রাণী

ডিসেম্বর মাসে মহারাষ্ট্রের নাগপুরে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে তিনটি বাঘ এবং একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। ওই ঘটনার দু’মাস পরে নাগপুর লাগোয়া মধ্যপ্রদেশের এক জেলায় বিড়ালের শরীরে মিলল ভাইরাসের সংক্রমণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০০
Share:

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় কিছু বিড়ালের শরীরে মিলেছে বার্ড ফ্লু ভাইরাস। — প্রতীকী চিত্র।

এ বার বিড়ালের শরীরেও মিলল বার্ড ফ্লু-র ভাইরাস। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় বেশ কিছু বিড়ালের শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস (এইচ৫এন১)-এর সন্ধান মিলেছে। কেন্দ্রীয় সরকারের পশুপালন দফতর এবং ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিওরিটি অ্যানিম্যাল ডিজ়িজ়েস’-এর বিজ্ঞানীরা গত জানুয়ারি মাসে ছিন্দওয়াড়া জেলায় বিড়ালের শরীরে ভাইরাসের খোঁজ পান।

Advertisement

মধ্যপ্রদেশের এই জেলাটি মহারাষ্ট্রের নাগপুর লাগোয়া। গত বছরের ডিসেম্বরে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকটি বাঘ এবং একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুই জেলার ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা। বিজ্ঞানী দলের মতে, বিড়ালের শরীরে বার্ড ফ্লু-র ভাইরাস সংক্রমিত হওয়ার তথ্য এর আগে পাওয়া যায়নি। মধ্যপ্রদেশের ওই বিড়ালগুলির শরীরে বার্ড ফ্লু-র এইচ৫এন১ ভাইরাসের একটি প্রতিরূপ ২.৩.২.১এ পাওয়া গিয়েছে। নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, বিড়ালগুলির শরীরে ভাইরাসের ২৭টি বিয়োজন দেখা গিয়েছে। ভাইরাসে আক্রান্ত বিড়ালগুলির মধ্যে মূলত জ্বর, ক্ষিদে কমে যাওয়া, ক্লান্তির উপসর্গ দেখা গিয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে নাগপুরের গোরেওয়াড়া প্রাণী উদ্ধারকেন্দ্রেও তিনটি বাঘ এবং একটি চিতাবাঘের মৃত্যু হয়। ২০ ডিসেম্বর প্রথমে একটি বাঘের মৃত্যু হয়। ২৩ ডিসেম্বর মৃত্যু হয় আরও দু’টি বাঘের। তাদের মৃত্যুর পরই নমুনা পাঠানো হয় ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজ়িজ়েস (নিশাদ)-এ। তার মধ্যে আরও একটি চিতাবাঘের মৃত্যু হয়। গত ১ জানুয়ারি রিপোর্ট আসে। উদ্ধারকেন্দ্র থেকে জানানো হয়, বার্ড ফ্লু-য়ে আক্রান্ত হয়েছিল প্রাণীগুলি। কী ভাবে বাঘগুলি বার্ড ফ্লু-তে আক্রান্ত হল, তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই নাগপুর সংলগ্ন মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় বিড়ালদের শরীরে মিলছে বার্ড ফ্লুর সংক্রমণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement