Indigo Flights Crisis

বৃহস্পতিবারও একাধিক উড়ান বাতিল! দুপুর ৩টেয় নথি-সহ ডিজিসিএ-র দফতরে হাজিরা দেবেন ইন্ডিগোর সিইও

বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ ডিজিসিএ-র কাছে হাজিরা দেবেন সংস্থার সিইও পিটার। দেশের বিমানবন্দরগুলিতে যাত্রীদের কতটা ভোগান্তি হচ্ছে, তা খতিয়ে দেখতে পিটারের কাছে উড়ান বিভ্রাট সংক্রান্ত গত কয়েক দিনের নথি চেয়েছে ডিজিসিএ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৪:০১
Share:

ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে তলব ডিজিসিএ-র। — ফাইল চিত্র।

এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। ইন্ডিগো বিভ্রাটের জেরে বিমানযাত্রীদের ভোগান্তি বৃহস্পতিবারও অব্যাহত। উড়ান বাতিল হওয়ার সংখ্যা আগের থেকে অনেক কমলেও যাত্রীভোগান্তি কমেনি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাতিল হয়েছে অন্তত ৬০টি উড়ান। এ হেন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের। সেখানে উড়ান বাতিল সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেবেন তিনি।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে খবর, বৃহস্পতিবার বেঙ্গালুরু বিমানবন্দরে আসা-যাওয়ার অন্তত ৬০টি উড়ান বাতিল হয়েছে। বুধবারও দিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বইয়ে মোট ২২০টি উড়ান বাতিল করেছিল বিমান সংস্থাটি। শুধু মাত্র দিল্লিতেই বাতিল হয়েছিল ১৩৭টি উড়ান। সেই তুলনায় বৃহস্পতিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যদিও ইন্ডিগোর দাবি, মঙ্গলবার থেকেই তাদের কর্মক্ষমতা আবার আগের ছন্দে ফিরেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, গত তিন দিন ধরে আবহাওয়ার প্রতিকূলতা কিংবা প্রযুক্তিগত কারণ ছাড়া কোনও উড়ান শেষ মুহূর্তে বাতিল করা হয়নি। একটি বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, বৃহস্পতিবার প্রায় ৩,০০,০০০ যাত্রীকে নিয়ে ১,৯৫০টিরও বেশি উড়ান পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ ডিজিসিএ-র কাছে হাজিরা দেবেন সংস্থার সিইও পিটার। দেশের বিমানবন্দরগুলিতে যাত্রীদের কতটা ভোগান্তি হচ্ছে, তা খতিয়ে দেখতে পিটারের কাছে উড়ান বিভ্রাট সংক্রান্ত গত কয়েক দিনের নথি চেয়েছে ডিজিসিএ। আগামী দু’তিন দিনে নাগপুর, জয়পুর, ভোপাল, সুরত, তিরুপতি, বিজয়ওয়াড়া, শিরডী, কোচি, লখনউ, অমৃতসর এবং দেহরাদূনে দেশের ১১টি বিমানবন্দরে ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখবেন ডিজিসিএ আধিকারিকেরা। কোথায় কী পরিস্থিতি, যাত্রীদের ভিড় কী ভাবে সামাল দেওয়া হচ্ছে, সে সব সরেজমিনে দেখবেন তাঁরা।

Advertisement

এর আগে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নায়ডু ইন্ডিগোর সিইও-র সঙ্গে বৈঠক করেন। তার পর নায়ডু জানান, শুধু ইন্ডিগো নয়, ডিজিসিএ-কেও তদন্তের আওতায় আনা হবে। গত কয়েক দিনে কী ভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে ডিজিসিএ, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি, নায়ড়়ু স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে ইন্ডিগোর সিইও পিটারকে বরখাস্ত করার নির্দেশও দেওয়া হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement