Heatwave in Delhi

আগামী দু’দিন তীব্র তাপপ্রবাহ দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে, জারি হল হলুদ সতর্কতা

শুধু দিল্লিই নয়, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে গুজরাত, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, লাদাখ এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশেও। উল্লেখ্য, সোমবারও উত্তর ভারতের বেশির ভাগ রাজ্যেই তীব্র তাপপ্রবাহ চলেছিল, যা চলতি মরসুমের প্রথম ব্যাপক তাপপ্রবাহের ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১০:৪৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে আবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করল ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। চলতি সপ্তাহে দেশের রাজধানী ও সংলগ্ন রাজ্যগুলিতে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে।

Advertisement

শুধু দিল্লিই নয়, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে গুজরাত, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, লাদাখ এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশেও। উল্লেখ্য, সোমবারও উত্তর ভারতের বেশির ভাগ রাজ্যেই তীব্র তাপপ্রবাহ চলেছিল, যা চলতি মরসুমের প্রথম ব্যাপক তাপপ্রবাহের ঘটনা। বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বেশি রেকর্ড হয়েছে। রাজস্থান, সৌরাষ্ট্র এবং গুজরাতের কচ্ছের কিছু কিছু জায়গাতেও বিক্ষিপ্ত ভাবে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা গিয়েছে।

কোথায় তাপমাত্রা কত বেশি হবে, তা নিয়ে যেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে দেশের রাজধানীও। দিল্লির তিনটি গুরুত্বপূর্ণ আবহাওয়া কেন্দ্র সফদরজং, রিজ এবং আয়ানগরে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৪০.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে! বৃহস্পতিবারের আগে পরিস্থিতির হেরফের হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। সেই আবহে আবহাওয়া দফতরের তরফে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

সরকারি তথ্য বলছে, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, রাজস্থান, দিল্লি এবং লাদাখের বিস্তীর্ণ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের কিছু অংশেও অস্বাভাবিক ভাবে বেড়েছে তাপমাত্রা। সাধারণত কোনও স্থানের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ ডিগ্রি বেশি থাকলে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে, সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ বলে ঘোষণা করা হয়। তাই দিল্লি-সহ উত্তর ভারতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছোতেই তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement