National

দেশে প্রথম! যৌন অপরাধীদের তালিকা প্রকাশ করবে কেরল সরকার

রাজ্যে কারা কারা যৌন নির্যাতনকারী, তা এ বার ঢাকঢোল পিটিয়েই ঘোষণা করে দেবে কেরল সরকার। দেশে এই প্রথম। যৌন নির্যাতনের অভিযোগে আগে যাঁদের শাস্তি হয়েছে, এখন যাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের সকলের নামধামের একটি তালিকা বানিয়ে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ১৮:৩৯
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে কারা কারা যৌন নির্যাতনকারী, তা এ বার ঢাকঢোল পিটিয়েই ঘোষণা করে দেবে কেরল সরকার। দেশে এই প্রথম।

Advertisement

যৌন নির্যাতনের অভিযোগে আগে যাঁদের শাস্তি হয়েছে, এখন যাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের সকলের নামধামের একটি তালিকা বানিয়ে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। কেরলের রাজ্যপাল অবসরপ্রাপ্ত বিচারপতি পি সথাশিবম বুধবার রাজ্য বিধানসভায় এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ওই তালিকায় রাজ্যের যৌন নির্যাতনকারীদের নামধাম, ঠিকানা সহ তাঁদের খুঁটিনাটি বিবরণ জানিয়ে দেওয়া হবে। আর যাতে রাজ্যের মানুষ সে সম্পর্কে একেবারেই অন্ধকারে না থাকেন, সে জন্য ওই তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

রাজ্যের চতুর্দশ বিধানসভার চতুর্থ অধিবেশনের উদ্বোধনী ভাষণে এ দিন কেরলের রাজ্যপাল বলেন, ‘‘দেশে এমন পদক্ষেপ এই প্রথম। যাঁরা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, সিপিএমের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট তাঁদের জন্য একটি আপৎকালীন ত্রাণ তহবিল গড়বে।’’

Advertisement

আরও পড়ুন- চার বারের বেশি নগদ লেনদেনে এ বার থেকে দিতে হবে অতিরিক্ত চার্জ

কোচিতে শ্যুটিং সেরে ফেরার পথে সম্প্রতি এক অভিনেত্রী অপহৃত হন। তাঁকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ওই ঘটনার পরপরই এ দিন রাজ্য বিধানসভায় এই ঘোষণা কেরলের রাজ্যপালের। বিধানসভায় তিনি বলেন, ‘‘রাজ্যের সামাজিক ন্যায় দফতরের অধীনে থাকা নির্ভয়া সেল ভাল কাজ করলেও যৌন নির্যাতনের শিকারদের জন্য কোনও আপৎকালীন ত্রাণ তহবিল ছিল না এত দিন কেরলে। ফলে কেউ কেউ পেলেও, যাঁরা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, তাঁরা এত দিন কেরলে হয় পর্যাপ্ত ক্ষতিপূরণ পেতেন না, না হলে তাঁরা তা পেতেন অনেক দেরিতে। সে জন্যই ওই তহবিল গড়া হবে। যার সুবিধা পাবেন নাবালিকারাও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন