টেরি থেকে পদচ্যুত পরিবেশবিদ পচৌরি

পদচ্যুত হলেন বিশিষ্ট পরিবেশবিদ আর কে পচৌরি। আজ শক্তি ও সম্পদ প্রতিষ্ঠানের (টেরি) পরিচালন পরিষদের সদস্যদের বৈঠকে তাঁকে ডিরেক্টর জেনারেল পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০৩:৩৮
Share:

পদচ্যুত হলেন বিশিষ্ট পরিবেশবিদ আর কে পচৌরি। আজ শক্তি ও সম্পদ প্রতিষ্ঠানের (টেরি) পরিচালন পরিষদের সদস্যদের বৈঠকে তাঁকে ডিরেক্টর জেনারেল পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে ৭৪ বছরের পচৌরির বিরুদ্ধে শ্লীলতাহানি, পিছু নেওয়া এবং যৌন হেনস্থার অভিযোগ করেন এক মহিলা সহকর্মী। টেরির শীর্ষ পদের দায়িত্ব দেওয়া হয়েছে শক্তি কার্যকারিতা বিভাগের (বিইই) প্রধান অজয় মাথুরকে।

Advertisement

গোড়া থেকেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন পচৌরি। তবে ওই অভিযোগ দায়ের হওয়ার পর পরই রাষ্ট্রপুঞ্জের জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়ান তিনি।

তার পর জল গড়িয়েছে বহুদূর। আগাম জামিনে মুক্ত পচৌরির বিরুদ্ধে মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ ওঠে। তাঁর মতো প্রভাবশালী ব্যক্তি যে সাক্ষীর পাশাপাশি পুলিশকেও প্রভাবিত করার চেষ্টা করতে পারেন, তা-নিয়েও বিতর্ক শুরু হয়। গত সপ্তাহেই আদালতে পচৌরির আগাম জামিন খারিজ করার আর্জি জানিয়ে পুলিশ জানায়, জামিনে মুক্ত হয়ে বিভিন্ন ভাবে ফায়দা তোলার চেষ্টা করেছেন এই পরিবেশবিদ। তার পরে আদালত জানিয়ে দেয়, দিল্লি এবং গুড়গাঁওয়ের অফিস ছাড়া টেরির অন্য যে কোনও কার্যালয়ে যেতে পারবেন পচৌরি।

Advertisement

২০০৭ সালে পচৌরি শীর্ষ পদে থাকাকালীন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল রাষ্ট্রপুঞ্জের জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত কমিটি। তাঁকে সরালেও আজ এক বিবৃতিতে পচৌরির কাজের প্রশংসা করেছে টেরির পরিচালনা পরিষদ। তাদের কথায়, ‘‘৩৪ বছর ধরে টেরির জন্য কাজ করেছেন পচৌরি।’’ তবে তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন টেরির অধিকাংশ কর্মীই। তাঁদের পাশে দাঁড়ান প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিংয়ের মতো ব্যক্তিত্বরা। ফলে চাপের মুখেই পচৌরিকে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন