বুধবার মারা গিয়েছে পুলিশের ঘোড়া ‘শক্তিমান’। ঘোড়াটির উপর নির্যাতন চালানোর অভিযোগে আগেই গ্রেফতার করা হয় বিজেপি নেতা গণেশ জোশীকে। বৃহস্পতিবার দেহরাদূন পুলিশ জানিয়েছে, সেই মামলা জারি থাকবে। মৃত্যুর পরেও শক্তিমান যাতে বিচার পায়, তা দেখবে পুলিশ। ১৪ মার্চ বিজেপির একটি বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতা-কর্মীদের মারে একটি পা ভেঙে যায় পুলিশের ওই ঘোড়াটির। অস্ত্রোপচারের পরেও বাঁচেনি সে। তবে জোশীর দাবি, মার খেয়ে নয়, গর্তে পা আটকেই জখম হয় ঘোড়াটি। তার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির রাস্তায় মোমবাতি মিছিল করে বেশ কিছু পশুপ্রেমী সংগঠন।