বস্তি উচ্ছেদেই কি মৃত্যু শিশুর? পোস্টমর্টেম রিপোর্টে বিতর্ক

দিল্লির শকুর বস্তিতে শিশু মৃত্যু নিয়ে বিতর্ক অন্য দিকে মোড় নিল। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী, ঠাণ্ডায় নয়, ছ’মাসের ওই শিশুটির মৃত্যু হয়েছে ভোঁতা কিছুর আঘাতে। শিশুটির বুকে ও মাথায় চোটের প্রমাণও পাওয়া গেছে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, উচ্ছেদের সময়ই শিশুটির শরীরে এই আঘাত লাগে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ২১:৩৬
Share:

দিল্লির শকুর বস্তিতে শিশু মৃত্যু নিয়ে বিতর্ক অন্য দিকে মোড় নিল। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী, ঠাণ্ডায় নয়, ছ’মাসের ওই শিশুটির মৃত্যু হয়েছে ভোঁতা কিছুর আঘাতে। শিশুটির বুকে ও মাথায় চোটের প্রমাণও পাওয়া গেছে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, উচ্ছেদের সময়ই শিশুটির শরীরে এই আঘাত লাগে। আর এখানেই প্রশ্নের মুখে পড়ছে রেলের ভূমিকা। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু দাবি করেছিলেন, উচ্ছেদ শুরু হওয়ার আগেই মৃত্যু হয়েছিল ওই শিশুর। তা হলে কি মিথ্যে বলছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী? পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু সেই প্রশ্নকেই উস্কে দিল।

Advertisement

আরও পড়ুন- শীতের রাতে বস্তি উচ্ছেদ, শিশুমৃত্যু নিয়ে উত্তপ্ত রাজধানী

গত রবিবার পশ্চিম দিল্লির শকুর বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় রেল পুলিশ। প্রায় ৫০০ বস্তি উচ্ছেদের সময় মৃত্যু হয় মাস ছয়েকের একটি শিশুর। ঘটনার পর সমালোচনার ঝড় বয়ে যায় রাজধানী-সহ সব মহলেই। কেজরীবাল সরকার ও কেন্দ্রের মধ্যে সংঘাত শুরু হয়। সাফাই দেন রেল কর্তৃপক্ষ। টার্মিনাল বানানোর জন্য রেলের জমিতে অবৈধ বস্তি উচ্ছেদে গত ন’মাস ধরেই নোটিশ দিয়ে আসছে মন্ত্রক। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়েই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানায় তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement