শশী তারুর। — ফাইল চিত্র।
বারাক ওবামার ২০১০ সালের ভারত সফরের সময় সিপিএম দিল্লিতে আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে সিপিএমের রাজ্যসভার দলনেতা সীতারাম ইয়েচুরিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওবামা ‘ভারতীয় রাজনীতির মূল স্রোতে থাকা কমিউনিস্টনেতা’-র দেখা পেয়ে চমৎকৃত হয়েছিলেন।
শুক্রবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে অন্যান্য বিরোধী দলনেতা দূরে থাক, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গেকেও নিমন্ত্রণ জানানো হল না! অথচ কংগ্রেস নেতৃত্বকে ক্রমাগত অস্বস্তিতে ফেলতে থাকা শশী তারুর নৈশভোজে নিমন্ত্রণ পেলেন!
রাহুল গান্ধী বৃহস্পতিবারই অভিযোগ তুলেছিলেন, মোদী সরকার প্রথা ভেঙে, সৌজন্য জলাঞ্জলি দিয়ে বিদেশি রাষ্ট্রনেতারা ভারতে এলে তাঁদের সঙ্গে বিরোধী দলনেতাদের দেখা করতে দিচ্ছে না। বিদেশমন্ত্রকের পাল্টা যুক্তি ছিল, বিরোধী দলনেতাদের সঙ্গে সাক্ষাৎ বিদেশি রাষ্ট্রনেতাদের সময় ও ইচ্ছার উপরে নির্ভর করে। সরকারের হাতে কিছু থাকে না। রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে নিমন্ত্রণ মোদী সরকারের হাতে ছিল। সরকারি সূত্রে বলা হয়েছিল, রাহুল, খড়্গেকে নিমন্ত্রণ জানানো হবে। বাস্তবে কোনও নিমন্ত্রণ তাঁরা পাননি বলে স্পষ্ট করে দিয়েছেনকংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ। মোদী জমানায় বিরোধী দলনেতাদের নিমন্ত্রণ করার প্রথা তুলে দেওয়ার নিন্দা করে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘অপারেশন সিঁদুর নিয়ে গোটা বিশ্বের সামনে ভারতের কথা তুলে ধরার জন্য যখন মোদী সরকার বিরোধীদের সাহায্য চেয়েছিল, তখন বিরোধীরা পাশে ছিল। কিন্তু নৈশভোজে মোদী সরকার সৌজন্যের পরোয়া করে না। বিরোধী শিবিরের বাছাই করা এক জনকে নিমন্ত্রণ করা হয়, যাঁর বিরোধী চরিত্র নিয়েইপ্রশ্ন রয়েছে।’’
শশী তারুর জানিয়েছেন, ‘‘বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছে। তাইআমি যাচ্ছি।’’ রাহুল-খড়্গেকে নিমন্ত্রণ না করা নিয়ে তারুরের বক্তব্য, ‘‘আমি জানি না, কীসের ভিত্তিতেনিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।’’ কংগ্রেসের মুখপাত্র পবন খেরার মন্তব্য, ‘‘তারুরের উচিত, মোদী সরকারের এই নোংরা খেলা বোঝা এবং তার মধ্যে না পড়া।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে