National News

তিরুঅনন্তপুরমে পুজো দিতে গিয়ে মাথা ফাটল শশী তারুরের

নববর্ষ উপলক্ষে গোটা কেরল জুড়ে উত্সব পালিত হচ্ছে। সেই উপলক্ষে সোমবার তিরুঅনন্তপুরমে পুজো দিতে গিয়েছিলেন শশী। ‘তুলাভরম’ রীতি পালনের সময়ই দুর্ঘটনাটি ঘটে। তখনই মাথায় আঘাত শশীর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ১৩:৫৫
Share:

তুলাভরম রীতি পালন করতে গিয়েই মাথায় আঘাত লাগে শশী তারুরের। ছবি: সৌজন্য টুইটার।

কেরলের তিরুঅনন্তপুরমে পুজো দিতে গিয়ে মাথায় আঘাত পেলেন কংগ্রেস নেতা শশী তারুর। তাঁর মাথায় ছ’টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

নববর্ষ উপলক্ষে গোটা কেরল জুড়ে উত্সব পালিত হচ্ছে। সেই উপলক্ষে সোমবার তিরুঅনন্তপুরমে পুজো দিতে গিয়েছিলেন শশী। ‘তুলাভরম’ রীতি পালনের সময়ই দুর্ঘটনাটি ঘটে। তখনই মাথায় আঘাত লাগে শশীর।

‘তুলাভরম’ হল কেরলের স্থানীয় একটি রীতি। এতে একটি বিশাল দাঁড়িপাল্লার এক দিকে এক ব্যক্তিকে বসানো হয়। অন্য দিকে তাঁর শরীরের সমওজনের ফল, মিষ্টি চাপানো হয়। দলীয় সূত্রে খবর, এ দিন সেই রীতি পালনের জন্য দাঁড়িপাল্লার অন্য দিকে গিয়ে বসেন শশী। তখনই দাঁড়িপাল্লার ভারসাম্য বিগড়ে যায়। সেটা ছিঁড়ে পড়ে। তখনই দাঁড়িপাল্লার লোহার হুক তাঁর মাথায় এসে লাগে। মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে। তত্ক্ষণাত্ শশীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা জানান, কংগ্রেস নেতার মাথায় সেলাই পড়েছে। তবে শশী বিপন্মুক্ত বলেই জানিয়েছেন তাঁরা।

Advertisement

তিরুঅনন্তপুরম থেকেই এ বারের লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন তারুর। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির কুমান্নাম রাজশেখরন এবং সিপিএম সমর্থিত এলডিএফ প্রার্থী সি দিবাকরণ। পর পর দু’বার এই কেন্দ্র থেকেই জিতেছেন তারুর। এ বারও বাজিমাত করতে মরিয়া তিনি।

আগামী ২৩ এপ্রিল কেরলে ভোট। লড়াই হবে সাতটি আসনে।

আরও পড়ুন: সঞ্চয়ের নিরিখে দেশের সব রাজনৈতিক দলকে পিছনে ফেলেছে বহেনজির বিএসপি

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন