(বাঁ দিকে) শশী তারুর এবং হিলারি ক্লিন্টন (ডান দিকে)। —ফাইল চিত্র।
পাকিস্তানকে জবাব দিতে এ বার আমেরিকার প্রাক্তন বিদেশসচিব হিলারি ক্লিন্টনের পুরনো একটি মন্তব্যকে অস্ত্র করলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে ভারতের অবস্থান তুলে ধরতে আমেরিকার ওয়াশিংটনে রয়েছে তারুরের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধিদলটি। ঘটনাচক্রে, একই সময়ে নিজেদের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরতে ওয়াশিংটনে রয়েছে পাকিস্তান প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জ়ারদারির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
ওয়াশিংটনে গিয়ে পাক প্রতিনিধিদলটি দাবি করে, পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার। ইসলামাবাদের এই দাবি নিয়ে প্রশ্ন করা হলে পাকিস্তানের সমালোচনা করেন তারুর। প্রশ্ন তুলে বলেন, “এই পরিস্থিতির জন্য দায়ী কে?” এই সূত্রেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের পত্নী হিলারির একটি মন্তব্যকে ব্যবহার করেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ। তারুর বলেন, “হিলারি ক্লিন্টন ১০ বছর আগে বলেছিলেন, ‘নিজের উঠোনে বিষধর সাপ পুষে রেখে আশা কোরো না যে, সেটা কেবল তোমার প্রতিবেশীকেই কামড়াবে’।” প্রসঙ্গত, ২০১১ সালে আমেরিকার বিদেশসচিব থাকার সময় পাকিস্তানকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করে উপরিউক্ত কথাগুলি বলেছিলেন হিলারি।
বুধবার ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারুর বলেন, “এই (পাকিস্তানের) প্রতিনিধিদল ঘুরে ঘুরে বলছে আমরাও সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসবাদের কারণে ভারতের চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে আমাদের। আমরা শুধু বলতে চাই, এর দায় কার?” পাকিস্তানে সম্প্রতি তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর কার্যকলাপ বৃদ্ধি পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তারুর। তিনি বলেন, “তালিবানকে কে তৈরি করেছিল, যেটা ভেঙে টিটিপি তৈরি হয়েছে?” একই সঙ্গে তারুর বলেন, “আমরা সবাই জানি উত্তরগুলি কী। তাই পাকিস্তান ঘুরে ঘুরে নিরপরাধ না-সেজে আর সবকিছু অস্বীকার না-করে আগে নিজেদের দিকে তাকাক।”
তারুর জানান, তাঁরা ভারত বনাম পাকিস্তান সুলভ ভাষ্য তৈরি করতে আমেরিকায় যাননি। বরং গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত কী ভাবে সন্ত্রাসবাদের শিকার হচ্ছে, সে কথা জানাতে এসেছেন। কাশ্মীরে কী ভাবে অর্থনৈতিক উন্নতি হচ্ছে এবং পর্যটকদের সংখ্যা কী ভাবে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সে কথাও তাঁরা জানাতে গিয়েছেন বলে জানিয়েছেন তারুর।