National News

বেহাল অর্থনীতি নিয়ে কৈফিয়ৎ দিন মোদী, তোপ শত্রুঘ্নের

এর আগে বেহাল অর্থনীতি নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিন্‌হা ঢিলটা ছুড়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দিকে। একটি সংবাদপত্রে যশবন্ত দেশের নিম্নমুখী অর্থনীতির কড়া সমালোচনা করেছিলেন। বৃহস্পতিবার পরোক্ষে তার ‘রিটার্ন’ও এসেছিল অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছ থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সাংসদ শত্রঘ্ন সিন্‌হা।- ফাইল চিত্র।

দেশের অর্থনীতির বেহাল দশার জন্য আমজনতার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৈফিয়ৎ দিতে বললেন বিজেপি নেতা সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা। আর যেহেতু সেই রাজ্যে ভোট বছর শেষেই, তাই মানুষের কাছে কৈফিয়ৎ দেওয়ার কাজটা প্রধানমন্ত্রীকে তাঁর নিজের রাজ্য গুজরাত দিয়েই শুরু করতে বললেন অভিনেতা সাংসদ।

Advertisement

এর আগে বেহাল অর্থনীতি নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিন্‌হা ঢিলটা ছুড়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দিকে। একটি সংবাদপত্রে যশবন্ত দেশের নিম্নমুখী অর্থনীতির কড়া সমালোচনা করেছিলেন। বৃহস্পতিবার পরোক্ষে তার ‘রিটার্ন’ও এসেছিল অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছ থেকে।

আরও পড়ুন- যশবন্তকে জবাব জেটলির

Advertisement

আরও পড়ুন- বিদেশ সফর স্থগিত তথাগতর, জল্পনা

শুক্রবার একের পর এক টুইটে যশবন্তের সমালোচনাকে প্রকাশ্যে সমর্থন করার পাশাপাশি এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমজনতা ও সংবাদমাধ্যমের দরবারে যেতে বলেছেন বিহারের পটনা সহিবের সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা। তাঁর কথায়, ‘‘গণতন্ত্রের মাথা হিসেবে প্রধানমন্ত্রীর এখন হাজির হওয়া উচিত আমজনতার দরবারে। সংবাদমাধ্যমের কাছে। এটাই সঠিক সময়। বছরশেষে ভোট বলে কাজটা গুজরাট থেকেই শুরু হওয়া উচিত।’’

শত্রুঘ্ন জানিয়েছেন, দেশের বেহাল অর্থনীতি নিয়ে যশবন্ত যা বলেছেন, তাকে পুরোপুরি সমর্থন করেন তিনি। তাঁর মতো বিজেপির আরও অনেক বিচক্ষণ নেতারও ধারণা সেই রকম। গত দু’দিনে দলের ভিতরে ও বাইরে এ ব্যাপারে আরও জোরালো হয়েছে মতামত। তাই যশবন্তের মন্তব্যকে লঘু করে দেখা উচিত নয় বলে শত্রুঘ্ন মনে করেন।

গতকাল দেশের অর্থনীতি নিয়ে মোদী সরকার ও জেটলিকে বেঁধায় বিজেপি নেতাদের একাংশ হই হই করে উঠেছিলেন। এ দিন শত্রুঘ্ন যশবন্তের পক্ষ নিয়ে বলেছেন, ‘‘উনি (যশবন্ত) সত্যিই একজন দেশপ্রেমী। বিশ্বস্ত ও জ্ঞানী মানুষ। যশবন্ত প্রমাণ করে গিয়েছেন, তিনি দেশের সেরা ও সফল অর্থমন্ত্রীদের অন্যতম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন