Vishakha Yadav

অরুণাচল সফরে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানানোর পর চর্চায় বিশাখা যাদব, কে এই তরুণী?

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন বিশাখা নিজেই। সমাজমাধ্যমে ছবি ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৫
Share:

বিশাখা যাদব। ছবি: সংগৃহীত।

গত সোমবার অরুণাচল প্রদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওই রাজ্যের পাপুম পারে জেলায় যান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বিশাখা যাদব। আর তার পর থেকেই চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। কে এই তরুণী?

Advertisement

বিশাখা একজন আইএএস অফিসার। তিনি বর্তমানে অরুণাচলের পাপুম পারে জেলার ডেপুটি কমিশনার পদে কর্মরত। প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিশাখা। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন বিশাখা নিজেই। সঙ্গে জানিয়েছেন, পাপুম পারেতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। সমাজমাধ্যমে ছবি ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাচ্ছেন বিশাখা। ছবি: সংগৃহীত।

ইউপিএসসি-র প্রস্তুতি নেবেন বলে লাখ টাকার বেতনের চাকরি ছেড়ে দিতে ইতস্তত করেননি বিশাখা। কোনও রকম কোচিংও নেননি তিনি। নিজের উদ্যমেই সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় ষষ্ঠ স্থান অর্জন করেন দিল্লির এই তরুণী। আমলা হওয়ার আগে তিনি বেঙ্গালুরুর একটি নামী সংস্থায় কাজ করতেন। লাখ টাকা বেতন ছিল তাঁর। কিন্তু বিশাখা জানিয়েছেন, আইএএস হওয়ার স্বপ্ন ছিল তাঁর চোখে। তাই চাকরি ছেড়ে দিয়ে ইউপিএসসি-র প্রস্তুতি নেওয়া শুরু করেন। দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন বিশাখা।

Advertisement

জানা গিয়েছে, প্রথম দু’বার ব্যর্থ হয়েছিলেন তিনি। তৃতীয় বারের প্রচেষ্টায় তিনি ইউপিএসসি-তে ষষ্ঠ স্থান অর্জন করেন। ১৯৯৪ সালে দিল্লিতে জন্ম বিশাখার। তাঁর বাবা রাজকুমার যাদব দিল্লি পুলিশের অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর। তাঁর মা ঘরনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement