Indrani Mukerjea

Sheena Bora Murder: শিনা বরা হত্যা মামলায় জেল থেকে ছাড়া পেলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়

২০১২ সালে মেয়ে শিনা বরাকে হত্যার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৫-য় গ্রেফতার হন ইন্দ্রাণী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ মে ২০২২ ১৮:৪০
Share:

ইন্দ্রাণী মুখোপাধ্যায়। ফাইল চিত্র।

জামিন পেলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। ২০১২ সালে মেয়ে শিনা বরাকে হত্যার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৫-য় গ্রেফতার হন ইন্দ্রাণী। সাড়ে ছ’বছর মুম্বইয়ের জেলে কাটানোর পর শুক্রবার জামিন পাওয়ার পর জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

সিবিআই আদালত বার বার তাঁর জামিনের আবেদন নাকচ করায় গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ইন্দ্রাণী। বৃহস্পতিবার আদালত তাঁর জামিন মঞ্জুর করে। একই সঙ্গে আদালত বলে, “সাড়ে ছ’বছর একটা দীর্ঘ সময়। আমরা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলাম।”

Advertisement

বৃহস্পতিবার আদালত জামিন দিলেও কাগজপত্র ঠিকমতো তৈরি না হওয়ায় ওই দিন জেল থেকে ছাড়া হয়নি ইন্দ্রাণীকে। শুক্রবার সেই কাগজ জেল কর্তৃপক্ষ হাতে পাওয়ার পরই ইন্দ্রাণীকে মুক্তি দেন।

তবে ইন্দ্রাণীকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ইন্দ্রাণী দেশ ছাড়তে পারবেন না। কোনও সাক্ষীর সঙ্গে করতে পারবেন না যোগাযোগও। শিনা বরা হত্যা মামলায় ২০২০ সালেই জামিন পেয়েছিলেন ইন্দ্রাণীর স্বামী পিটার মুখোপাধ্যায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন