মিখাইলকে কি ‘পাগল’ প্রমাণ করতে চেয়েছিলেন ইন্দ্রাণী?

শিনা বরা হত্যাকাণ্ডে ঘটনার পুনর্নিমাণ করতে রবিবার সঞ্জীব খন্না ও শ্যাম রাইকে নিয়ে রায়গড়ের ঘটনাস্থলে গিয়েছে মুম্বই পুলিশ। এই হত্যাকাণ্ডে আসল খুনিকে চিহ্নিত করতে পুলিশ যখন সূত্র খোঁজার চেষ্টা করছে তখনই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। মিখাইল বরাকে ‘পাগল’ প্রমাণ করতে চেয়েছিলেন ইন্দ্রাণী!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ১৬:৩৭
Share:

শিনা বরা হত্যাকাণ্ডে ঘটনার পুনর্নিমাণ করতে রবিবার সঞ্জীব খন্না ও শ্যাম রাইকে নিয়ে রায়গড়ের ঘটনাস্থলে গিয়েছে মুম্বই পুলিশ। এই হত্যাকাণ্ডে আসল খুনিকে চিহ্নিত করতে পুলিশ যখন সূত্র খোঁজার চেষ্টা করছে তখনই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। মিখাইল বরাকে ‘পাগল’ প্রমাণ করতে চেয়েছিলেন ইন্দ্রাণী! শুধু তাই নয়, শিনার পর যে মিখাইলকে হত্যার ছক কষা হয়েছিল সে তথ্যও সামনে আসে এ দিন। সূত্রের খবর, মিখাইলকে হত্যা করে যে স্যুটকেসে করে দেহ লোপাটের চেষ্টা হয়েছিল পুলিশ এ দিন সেটাও উদ্ধার করেছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, মিখাইলকে মানসিক ভাবে অসুস্থ দেখিয়ে একটি সার্টিফিকেটও তৈরি করতে বলা হয়েছিল মুম্বইয়ের এক মনস্তত্ত্ববিদকে।

Advertisement

মিখাইল সম্প্রতি দাবি করেছিলেন, ঘটনার দিন ইন্দ্রাণী তাঁকেও খুন করার ছক কষেছিলেন। কিন্তু তিনি কোনও মতে ইন্দ্রাণীর সেই ছক বুঝতে পেরে পালিয়ে গিয়েছিলেন। এখন মিখাইলের দাবির সত্যতা কতখানি তা প্রমাণ করতে ইন্দ্রাণী, সঞ্জীব ও গাড়ির চালক শ্যাম রাইকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে। শনিবার খার পুলিশ থানায় নিয়ে গিয়ে ওই তিন জনকে কয়েক প্রস্থ জেরা করাও হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্য দেওয়া তো দূরে থাক, নিজেরা পরস্পরকে দোষারোপ করেছে এই হত্যাকাণ্ড নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement