National News

বরফে সাদা এই শিমলার ছবি দেখলেই ঘুরে আসতে ইচ্ছা করবে

এক ঝলকে দেখে মনে হচ্ছে যেন সাদা-কালোয় মেশানো নেগেটিভ ছবি। গাছপালা, বাড়িঘর, উপত্যকা, রাস্তাঘাট ঢেকে গিয়েছে পুরু বরফে। শুকনো হয়ে যাওয়া গাছের কালো ডালগুলো বরফ ফুঁড়ে দেখা দিচ্ছে মাঝে মধ্যে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ১৮:২০
Share:
০১ ০৮

শীতের চোখ রাঙানি থামাতে পারেনি পর্যটকের ঢল। বরং ফুটফুটে সাদা শিমলার অপরূপ সৌন্দর্য চাক্ষুস <br> করতে অনেকেই পাড়ি জমিয়েছেন হিমাচল প্রদেশের রাজধানীতে।

০২ ০৮

আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি বছর শিমলায় তাপমাত্রা সর্বনিম্ন হয়েছিল -০.৬ ডিগ্রি পর্যন্ত। কিন্তু চলতি সপ্তাহে <br> সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এই মুহূর্তে শিমলার তাপমাত্রা ঘোরাফেরা করছে -৩.২ ডিগ্রির আশেপাশে।

Advertisement
০৩ ০৮

শিমলার কোনও কোনও জায়গায় ৮৩ সেন্টিমিন্টার পুরু বরফের আচ্ছাদনে ঢেকে গিয়েছে।

০৪ ০৮

শিমলার শীতলতম স্থান লাহাউল জেলার কেলং। সেখানে রাতে তাপমাত্রা নামছে -১৪.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

০৫ ০৮

ঠান্ডার দৌড়ে কম যায় না মানালিও। -৭.২ ডিগ্রি সেলসিয়াস নিয়ে ক্রিজে মাটি কামড়ে রয়েছে সেও।

০৬ ০৮

শীত যত বাড়ছে, পর্যটকও ততই বাড়ছে শিমলায়। যেন মেলা বসে গিয়েছে। কেউ সেলফিতে মগ্ন, কেউ বা মুগ্ধ বরফে।

০৭ ০৮

তবে হাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে। ফলে আবহাওয়ার আরও অবনতি হতে পারে।

০৮ ০৮

আবহবিদদের ব্যাখ্যা, পশ্চিমী ঝঞ্ঝার দ্বিমুখী ভূমিকাই মূলত শাসন চালায় শীতের উপর। এ বছরের প্রথম <br> সপ্তাহতেই কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে পরপর তিনটি ঝঞ্ঝার প্রভাবে <br> ব্যাপক তুষারপাত হয় উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। এতেই জোরদার হয় শীতের দাপট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement