ফের হুমকি শরিকদের

রাজস্থানে হারের গ্লানি ঢাকতে আজ দিনভর বাজেট নিয়ে মাতামাতি করেছে বিজেপি। সেই বাজেটকেই আজ তুলোধোনা করেছে শিবসেনার মুখপত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩৮
Share:

রাজস্থানে উপনির্বাচনে হারের মুখ দেখতেই শরিকদের উগ্রমূর্তির মুখে বিজেপি। বাজেটকে অস্ত্র করে নয়া ‘ফতোয়া’ জারি করেছে শিবসেনা এবং টিডিপি।

Advertisement

রাজস্থানে হারের গ্লানি ঢাকতে আজ দিনভর বাজেট নিয়ে মাতামাতি করেছে বিজেপি। সেই বাজেটকেই আজ তুলোধোনা করেছে শিবসেনার মুখপত্র। শিবসেনা-প্রধান উদ্ধব ঠাকরে আগেই জানিয়ে রেখেছেন, পরের ভোটে একলা লড়বেন। বিজেপির সমঝোতা-বার্তাতেও নরম হননি। আজ বাজেট নিয়ে দলের সাংসদ সঞ্জয় রাউতের বক্তব্য, খাতায়-কলমে ঘোষণা দেখতে ভাল। কিন্তু তার বাস্তবায়ন সম্ভব নয়। আর ভোট নিয়ে তাঁর হুঁশিয়ারি, ‘‘গুজরাত ভোট ছিল ট্রেলার। গত কালের রাজস্থানের ভোট হল ‘ইন্টারভ্যাল’। ছবির মোড় ঘুরবে ২০১৯-এ।’’

এনডিএ-র আর এক শরিক চন্দ্রবাবু নায়ডু ক’দিন আগে বলেছিলেন, ‘‘বিজেপি যদি জোটধর্ম পালন করতে না পারে, তা হলে নমস্কার বলে বেরিয়ে আসব।’’ সুর আরও চড়িয়ে তাঁর দলের সাংসদ টি জি বেঙ্কটেশ আজ বললেন, ‘‘আমরা যুদ্ধ ঘোষণা করতে চলেছি। রবিবার চন্দ্রবাবু জরুরি বৈঠক ডেকেছেন। বিজেপির সঙ্গে জোটের ভবিষ্যৎ সেখানেই স্থির হবে।’’ টিডিপি-র ওই সাংসদ জানান, তাঁদের সামনে ৩টি বিকল্প: এক, জোট বজায় রাখা। দুই, দলের সাংসদদের ইস্তফা দেওয়ানো। তিন, ও এখনই জোট ভেঙে দেওয়া।

Advertisement

বিজেপি সূত্রের মতে, শিবসেনা যে অবস্থান নিয়ে ফেলেছে, তাতে এখনই তাদের পিছু হটা সম্ভব নয়। এতে নিজের দলের কর্মীদের কাছেই উদ্ধবের মাথা হেঁট হবে। তবে চন্দ্রবাবুর সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাঁদের বোঝানোর জন্য অমিত শাহও চেষ্টা করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন