বাজেট স্থগিত চায় শরিক শিবসেনা

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোটের আগে দেশের বাজেট পেশ করা নিয়ে বিরোধী দলগুলির আপত্তির সঙ্গেই সুর মেলালো বিজেপির শরিক শিবসেনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ০৩:১২
Share:

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোটের আগে দেশের বাজেট পেশ করা নিয়ে বিরোধী দলগুলির আপত্তির সঙ্গেই সুর মেলালো বিজেপির শরিক শিবসেনা।

Advertisement

ভোটের দিন ঘোষণা হতে চালু হয়েছে নির্বাচনী আচরণবিধি। বিরোধীদের যুক্তি, এর মধ্যে বাজেট পেশের অর্থ হল আচরণবিধি ভাঙা। এই যুক্তিতে বিরোধী দলগুলির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ৮ মার্চ ভোট শেষ হওয়ার পরে বাজেট পেশ করার দাবি জানানো হয়েছে। আজ নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেন কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, বিএসপি, ডিএমকে ও জেডিইউয়ের নেতারা। জেডিইউ নেতা কে সি ত্যাগী বলেন, ‘‘ভোট শুরু হওয়ার তিন দিন আগে বাজেট পেশ করতে চলেছে সরকার। এতে ভোটারদের প্রভাবিত করারই সুযোগ থাকবে।’’ শিবসেনার শীর্ষ নেতা উদ্ধব ঠাকরে বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘ভোটের আগে বাজেট পেশ একাধিক প্রশ্নের জন্ম দেবে। ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ উঠবে। সরকারের উচিত বাজেট পিছিয়ে দেওয়া।’’ নরেন্দ্র মোদী সরকার অবশ্য পুরনো অবস্থানে অনড়। কালই অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, সরকারি প্রকল্পের কাজ যাতে এপ্রিল থেকেই শুরু করা যায়, সে জন্যই বাজেট এগিয়ে আনা হয়েছে। আজ জেটলির সুরেই বাজেট পিছিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে কেন্দ্রীয় সংসদীয় প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নকভি বলেন, ‘‘বিরোধীরা রাজনৈতিক ভাবে দেউলিয়া। তাই কিছু না পেয়ে বাজেট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে।’’ কমিশন সূত্রে বলা হচ্ছে, বাজেট অধিবেশন পিছিয়ে নেওয়ার নজির রয়েছে। সরকার এখনও পর্যন্ত সেই রকম ইঙ্গিত দেয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement