Viral Video

সাপের মতো এঁকেবেঁকে স্কেটিং করছেন ৬৮ বছরের বৃদ্ধা, ভিডিয়ো ভাইরাল হতেই প্রশংসার ঝড় নেটপাড়ায়

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে স্কেটিং শেখা শুরু করেন বৃদ্ধা। তখন তাঁর বয়স ছিল ৬৫ বছর। ইচ্ছার সামনে বয়স যে বাধা হতে পারে না, তা প্রমাণ করলেন ষাটোর্ধ্ব এই বৃদ্ধা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চুল পেকে গিয়েছে। স্নিকার্স পরে স্কেটবোর্ডে উঠে দাঁড়িয়েছেন এক বৃদ্ধা। সাপের মতো এঁকেবেঁকে স্কেটবোর্ড নিয়ে কেরামতি দেখাচ্ছেন তিনি। মহানন্দে স্কেটিং করতে দেখা যাচ্ছে তাঁকে। প্রত্যক্ষদর্শীরা সেই বৃদ্ধাকে দেখে হাসছেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সিজিটিএন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধা স্কেটিং করছেন। বিন্দুমাত্র ভয় নেই তাঁর মনে। স্কেটবোর্ডে চেপে সাপের মতো এঁকেবেঁকে এগিয়ে চলেছেন তিনি। এই ঘটনাটি দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরে ঘটেছে। সেই বৃদ্ধা ‘গ্র্যান্ডমা লিউ’ নামে অধিক পরিচিত।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে স্কেটিং শেখা শুরু করেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৬৫ বছর। ইচ্ছার সামনে বয়স যে বাধা হতে পারে না, তা প্রমাণ করলেন ষাটোর্ধ্ব এই বৃদ্ধা। বর্তমানে তাঁর বয়স ৬৮ বছর। স্কেটিংয়ে পারদর্শী হয়ে উঠেছেন তিনি। স্থানীয়দের কাছেও পরিচিতি পেয়ে গিয়েছেন লিউ। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বৃদ্ধার বয়স যে সত্তর ছুঁইছুঁই তা দেখে বোঝাই যায় না। ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement