Nepal

নেপাল সীমান্তে গুলি, জখম ভারতীয়

এর আগে জুনে সীতামঢ়ী সীমান্তে নেপালের ভূখণ্ডের মধ্যে এক দল ভারতীয়ের সঙ্গে সংঘর্ষের সময়ে গুলি চালায় পুলিশ। তাতে এক ভারতীয়ের মৃত্যু হয়। আহত হন আরও এক জন।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ০৪:১২
Share:

প্রতীকী ছবি

সীমান্তে ফের গুলি নেপালি পুলিশের। বিহারের কিসানগঞ্জের কাছে এই ঘটনায় এক ভারতীয় নাগরিক জখম হয়েছেন। তাঁকে কিসানগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার আশিস কুমার। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, জিতেন্দ্রকুমার সিংহ নামে এক কৃষক শনিবার রাত সাড়ে নটা নাগাদ গুলিবিদ্ধ হয়েছেন। গরুর খোঁজে ওই কৃষক সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে চলে গেলে পাহারায় থাকা নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী গুলি চালায়। জিতেন্দ্রর হাতে গুলি লাগে। নেপাল পুলিশের অবশ্য দাবি, গুলিবিদ্ধ ব্যক্তি চোরাচালানকারী। সতর্ক করার পরেও এক দল সশস্ত্র লোক নো-ম্যানস ল্যান্ড পেরিয়ে নেপালে ঢুকছিল। ওই ব্যক্তি সেই দলে ছিল। কিসানগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, গুলি চালনার বিষয়টি তাঁরা তদন্ত করছেন।

Advertisement

এর আগে জুনে সীতামঢ়ী সীমান্তে নেপালের ভূখণ্ডের মধ্যে এক দল ভারতীয়ের সঙ্গে সংঘর্ষের সময়ে গুলি চালায় পুলিশ। তাতে এক ভারতীয়ের মৃত্যু হয়। আহত হন আরও এক জন। জুনের ১২ তারিখে লালবন্দি-জানকী নগর সীমান্তে এক দল কৃষকের সঙ্গে বচসার পরে নেপালি পুলিশ গুলি চালিয়ে দেয়। চার জন জখম হন। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তে বিবদমান একটি এলাকায় ফসল রোয়ার কাজ করছিলেন এক দল ভারতীয় কৃষক। নেপালের পুলিশ বাধা দিয়ে জানায়, এটা নেপালের জমি। এখানে চাষ করা চলবে না। এই নিয়ে বচসার পরে সংখ্যায় ভারী কৃষকেরা তাদের আক্রমণ করে বলে দাবি নেপালি পুলিশের। তখন তাদের গুলি চালাতে হয়। সে হিসেবে, গত দুমাসে নেপালি পুলিশের গুলি চালানোর এটি তৃতীয় ঘটনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন