আমির-কিরন সৌদিতে যান, ব্যঙ্গ গায়ক অভিজিতের

পক্ষে-বিপক্ষে যুক্তি চলছেই। কেউ শাবাসি দিয়েছে, তো কেউ ব্যঙ্গ। এ বার ব্যঙ্গের তালিকায় নয়া সংযোজন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। আমির খানকে ‘হিপোক্রিট’ বলে খোঁচা দিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ১৫:৫৫
Share:

পক্ষে-বিপক্ষে যুক্তি চলছেই। কেউ শাবাসি দিয়েছে, তো কেউ ব্যঙ্গ। এ বার ব্যঙ্গের তালিকায় নয়া সংযোজন গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

Advertisement

আমির খানকে ‘হিপোক্রিট’ বলে খোঁচা দিলেন তিনি। এতেই থেমে থাকেননি। নিজের ফেসবুক পেজে আমির খানকে খোলা চিঠিও লিখে ফেললেন।

আমিরকে ‘জনাব’ বলে সম্বোধন করে চিঠিটি লিখেছেন অভিজিৎ। সেখানেই আমিরকে রীতিমতো তুলধনা করা হয়েছে।

Advertisement

অভিজিৎ লিখেছেন, আমির আপনাকে সকলে চেনে অভিনয়ের জন্য। আপনার নামটাই যথেষ্ট। লাইনে দাঁড়িয়ে টিকিট নেওয়ার সময় কেউ আপনার প্রদবী মনে রাখে না। তা না হলে এই ‘অসহিষ্ণু’ দেশে প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারতেন না। সেই দেশে থাকতেই এত ভয়? আপনার মন্তব্যে সকলেই খুব আহত।

অভিজিৎ আরও লেখেন, ‘‘এর আগেও দেশে এমন অনেক অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে। ফাঁসির সাজাপ্রাপ্ত সন্ত্রাসবাদীর জন্য এ দেশ প্রতিবাদ হতে দেখেছে। রেজা অ্যাকাডেমির মিছিল থেকে ন্যাশনাল মেমোরিয়াল নষ্ট করে দেওয়া হল তখনও চুপ আপনি ছিলেন! তা হলে এখন কেন ভয় পাচ্ছেন? এতই যদি দেশে থাকতে ভয় হয়, সৌদি আরবে চলে যান। আশা করছি সেখানে ‘বেগম’ কিরন রাও নিরাপদ অনুভব করতে পারবেন। আর আপনার ছেলেও সুস্থ পরিবেশ পাবে। কিন্তু এ সব কিছুই আপনি করবেন না। আর আমার প্রতিবাদ- আপনার ফিল্মের টিকিট কিনে নিজের রোজগারের ১ টাকাও খরচ করব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement