অপহৃত চার কর্মী

সন্দেহজনক ভাবে নিখোঁজ হলেন দক্ষিণ গারো হিলের এক কয়লা রফতানি ব্যবসায়ীর ছয় কর্মচারী। পুলিশের সন্দেহ, তাদের অপহরণ করা হয়েছে। নাঙালবিবরার কয়লা ব্যবসায়ী নাটমল শর্মার সংস্থার ছয় কর্মী শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে উধাও হন। তাঁরা পাট্টারগিট্টিমে কর্মরত ছিলেন। সম্প্রতি নাটমলবাবুর ম্যানেজারকে অপহরণ করেছিল জিএনএলএ জঙ্গিরা। পরে পুলিশ ডেপা গারাট গ্রাম থেকে তাঁকে উদ্ধার করে। দাবি মতো তোলা না পেয়ে এই ছয় কর্মীকেও অপহরণ করা হয়েছে বলে পুলিশের সন্দেহ। অপহৃতদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০৫:১৪
Share:

সন্দেহজনক ভাবে নিখোঁজ হলেন দক্ষিণ গারো হিলের এক কয়লা রফতানি ব্যবসায়ীর ছয় কর্মচারী। পুলিশের সন্দেহ, তাদের অপহরণ করা হয়েছে। নাঙালবিবরার কয়লা ব্যবসায়ী নাটমল শর্মার সংস্থার ছয় কর্মী শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে উধাও হন। তাঁরা পাট্টারগিট্টিমে কর্মরত ছিলেন। সম্প্রতি নাটমলবাবুর ম্যানেজারকে অপহরণ করেছিল জিএনএলএ জঙ্গিরা। পরে পুলিশ ডেপা গারাট গ্রাম থেকে তাঁকে উদ্ধার করে। দাবি মতো তোলা না পেয়ে এই ছয় কর্মীকেও অপহরণ করা হয়েছে বলে পুলিশের সন্দেহ। অপহৃতদের খোঁজে তল্লাশি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement