Telangana

Suicide: ব্যবসায়ী ছেলে-মায়ের আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার তেলঙ্গানা রাষ্ট্র সমিতির ৬ নেতা

একটি সুইসাইড নোটও লেখেন সন্তোষ। সেখানে তিনি অভিযোগ করেছেন, আর্থিক ভাবে তাঁকে ধ্বংস করে দিয়েছেন ওই সাত জন। এর পরই তিনি লেখেন, ‘আশা করছি দোষীদের সাজা হবে।’ 

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১১:৫১
Share:

গঙ্গম সন্তোষ এবং পদ্ম। মা-ছেলে।

এক ব্যবসায়ী ও তাঁর মাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র ছয় নেতাকে গ্রেফতার করল পুলিশ।

গত ১৬ এপ্রিল তেলঙ্গানার কামারেড্ডির বাসিন্দা রিয়েল এস্টেট ব্যবসায়ী গঙ্গম সন্তোষ এবং তাঁর মা গঙ্গম পদ্ম গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁদের মৃত্যুর জন্য টিআরএসের ছয় নেতা এবং কামারেড্ডির সার্কল ইনস্পেক্টরকে দায়ী করে যান। আত্মহত্যার আগে নেটমাধ্যমে একটি ভিডিয়ো আপলোড করেন সন্তোষ। সেই ভিডিয়োতে সাত অভিযুক্তের ছবিও দেখান তিনি। সন্তোষের অভিযোগ, এই সাত জন তাঁকে মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলেছিলেন। তাঁর ব্যবসা এবং জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন। ছয় নেতা এবং পুলিশ আধিকারিকের প্ররোচনাতেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বলেও জানান তিনি।

Advertisement

একটি সুইসাইড নোটও লেখেন সন্তোষ। সেখানে তিনি অভিযোগ করেছেন, আর্থিক ভাবে তাঁকে ধ্বংস করে দিয়েছেন ওই সাত জন। এর পরই তিনি লেখেন, ‘আশা করছি দোষীদের সাজা হবে।’

টিআরএসের ছয় নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই রাজ্যে শোরগোল পড়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়। এর পরই গ্রেফতার করা হয় ছয় নেতাকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন