National news

স্মৃতির গাড়িকে ধাওয়া! আটক দিল্লির চার মদ্যপ পড়ুয়া

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির গাড়ির পিছু ধাওয়া করার অভিযোগে আটক করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার পড়ুয়াকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০৩:০১
Share:

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির গাড়ির পিছু ধাওয়া করার অভিযোগে আটক করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার পড়ুয়াকে। পুলিশ জানিয়েছে, এক বন্ধুর বাড়িতে পার্টির পরে গাড়ি নিয়ে চাণক্যপুরী এলাকায় ঘুরছিল ১৮-১৯ বছরের ওই চার তরুণ। পরে স্মৃতির গাড়ির পিছু নেয় তারা। বিকেল সওয়া পাঁচটা নাগাদ পুলিশে খবর দেন স্মৃতি। ওই চার যুবককে আটক করে চাণক্যপুরী থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা চারজনই মদ্যপ ছিল বলে পুলিশ জানিয়েছে। তবে তাঁরা কেন মন্ত্রীর গাড়ি ধাওয়া করছিলেন তা এখনও জানতে পারেনি পুলিশ।

Advertisement

আরও পড়ুন: অনেক লড়াইয়ের পর ইনিই দেশের প্রথম ট্রান্সজেন্ডার পুলিশ অফিসার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement