Anna Hazare

জীবনের শেষ অনশন করব কৃষকদের জন্য, ঘোষণা অণ্ণার

কৃষকদের আন্দোলনের সুষ্ঠু সমাধান না হলে আগামী বছরে জানুয়ারির শেষেই তিনি ফের অনশনে বসবেন বলে জানিয়েছেন ৮৩ বছরের অণ্ণা।

Advertisement

সংবাদ সংস্থা

রালেগাঁও সিদ্ধি, মহারাষ্ট্র শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১১:৫১
Share:

কৃষকদের স্বার্থে ফের অনশনে বসতে পারেন অণ্ণা হজারে। —ফাইল চিত্র

কৃষকদের দাবি মানা না হলে ফের অনশনে বসতে পারেন অণ্ণা হাজারে। একই সঙ্গে ঘোষণা করেছেন, এটাই হবে তাঁর জীবনের শেষ অনশন।

Advertisement

গাঁধীবাদী অনশন আন্দোলনের জন্যই তাঁকে চেনেন দেশবাসী। দীর্ঘ আন্দোলন, অনশনের পর কার্যত তাঁর চাপে পড়েই লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে। সেই অণ্ণা হজারে এ বার দিল্লিতে কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়ালেন। কৃষকদের আন্দোলনের সুষ্ঠু সমাধান না হলে আগামী বছরে জানুয়ারির শেষেই তিনি ফের অনশনে বসবেন বলে জানিয়েছেন ৮৩ বছরের সমাজকর্মী অণ্ণা।

রালেগাঁও সিদ্ধিতে নিজের গ্রামে অণ্ণা সাংবাদিকদের বলেছেন, ‘‘সরকার শুধু ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে, যার উপর আমার কোনও আস্থা নেই। দেখা যাক, কেন্দ্র আমার দাবিদাওয়া নিয়ে কী ব্যবস্থা নেয়। এক মাসের সময় চেয়েছে সরকার। তাই জানুয়ারির শেষ পর্যন্ত সময় দিয়েছি। দাবি না মিটলে ফের অনশন আন্দোলন চালু করব।’’

Advertisement

গত প্রায় ৩ বছর ধরে কৃষকদের স্বার্থে আন্দোলন করে চলেছেন অণ্ণা। সরকারকে একগুচ্ছ দাবিদাওয়াও পেশ করেছেন। সম্প্রতি সংসদে পাশ হওয়া ৩টি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। দিল্লির সিংঘু সীমানায় ১ মাসেরও বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পঞ্জাব, হরিয়ানা-সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। সেই আন্দোলনে সমর্থন জানিয়ে আরও এক বার অনশন আন্দোলনকে হাতিয়ার করতে চলেছেন অণ্ণা।

আরও পড়ুন: তাঁর মতোই লক্ষ্য অমর্ত্য সেন, সরব মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: রেললাইনের পাশ থেকে উদ্ধার কর্নাটক বিধান পরিষদের ডেপুটি স্পিকারের দেহ

গত ১৪ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরকে একটি চিঠি লিখেছিলেন অণ্ণা। তাঁর দাবি ছিল, এম এস স্বামীনাথন কমিটির সুপারিশগুলি কার্যকর করতে হবে এবং কৃষি পণ্যের দাম নির্ধারণে ‘কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস’ (সিএসিপি)-কে স্বায়ত্তশাসন দিতে হবে। এই দাবি না মানলে অনশনে বসার হুমকি দিয়েছিলেন তিনি। তার পর মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হরিভাউ বাগাড়ে অণ্ণার সঙ্গে সাক্ষাৎ করেন। কেন্দ্রের নতুন ৩টি কৃষি আইন সম্পর্কে তাঁকে ব্যাখ্যা দেন। তার পর গত ৮ ডিসেম্বর কৃষকদের ডাকা বন্‌ধে সমর্থন জানাতে ১ দিনের প্রতীকী অনশন করেন অণ্ণা। এখন জানুয়ারির মধ্যে দিল্লিতে কৃষকদের আন্দোলনে কোনও সমাধান সূত্র বেরোয় কি না, তার উপরেই নির্ভর করছে, অণ্ণার জীবনের শেষ অনশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন