Sushma Swaraj

ভুল করে কি টুইটারে ওটিপি শেয়ার করে ফেললেন সুষমা স্বরাজ?

গত শনিবার বিকেল ৪টে ৪৮ মিনিটে সুষমা স্বরাজের টুইটারে নতুন হওয়া একটি পোস্টে দেখা যায় শুধুই ছয় সংখ্যার একটি নম্বর। প্রায় সঙ্গে সঙ্গেই সুষমার ফলোয়ারদের মধ্যে জল্পনা শুরু হয়ে যায় সেটি কিসের নম্বর তা নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১১:৪৯
Share:

ভুল করেই কি সেই নম্বরটি শেয়ার করেছিলেন সুষমা?

সিক্স-থ্রি-এইট-সেভেন-এইট-ওয়ান, এই নম্বরটি নিয়েই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। কিন্তু কী এমন বিশেষত্ব রয়েছে এই নম্বরের? যে কেউ নন, এই নম্বরটি শেয়ার হয়েছে খোদ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে। আর ঠিক কিসের নম্বর এটি, তা নিয়েই জল্পনায় মাতল সোশ্যাল মিডিয়া।

Advertisement

গত শনিবার বিকেল ৪টে ৪৮ মিনিটে সুষমা স্বরাজের টুইটারে নতুন হওয়া একটি পোস্টে দেখা যায় শুধুই ছয় সংখ্যার একটি নম্বর। প্রায় সঙ্গে সঙ্গেই সুষমার ফলোয়ারদের মধ্যে জল্পনা শুরু হয়ে যায় সেটি কিসের নম্বর তা নিয়ে।

এই সেই বিতর্কিত টুইট।

Advertisement

কেউ কেউ বলতে থাকেন যে, কেন্দ্রীয় মন্ত্রী হয়তো ভুল করে নিজের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) শেয়ার করে ফেলেছেন। কেউ কেউ আবার বলেন যে সুষমা হয়তো আগামী ল‌োকসভা নির্বাচনে জিততে চলেছেন এই পরিমাণ ভোটে। অনেকে আশঙ্কা প্রকাশ করেন যে কোনও ভাবে চিনা হ্যাকাররা সুষমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেনি তো! যদিও মিনিট পনেরো পরেই মুছে ফেলা হয় সেই টুইটটি। পোস্টটি নিয়ে কোনও মন্তব্য করেননি সুষমাও।

আরও পড়ুন: ‘আর কত স্বাধীনতা দরকার?’ নাম না করে নাসিরুদ্দিনকে কটাক্ষ অনুপম খেরের

আরও পড়ুন: ভোটের চাপে জিএসটি-তে ছাড়, কোপ ৫৫০০ কোটির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন