রাজনকে নিয়ে টুইটের জেরে কটাক্ষ সোহাকে

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের বিদায় প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী সোহা আলি খান।

Advertisement
শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৯:৩৭
Share:

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের বিদায় প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী সোহা আলি খান। টুইটারে তিনি লেখেন, ‘‘রঘুরাম রাজনকে চলে যেতে বাধ্য করা হয়েছে। এটা ভারতের পক্ষে বিশাল ক্ষতি। যাঁরা নিজেদের সাহায্য করতে চান, রঘুরাম কেবল তাঁদেরই সাহায্য করতে পারেন। খুবই লজ্জার বিষয়।’’ তবে তাঁর এই মন্তব্যের পরে পরেই টুইটারে শুরু হয়ে যায় সমালোচনা। প্রশ্ন ওঠে তাঁর অর্থনীতির জ্ঞান নিয়ে। অনেকে টুইট করেন সোহা কি আদৌ আরবিআই-এর পুরো নামটি জানেন? আর এক জন টুইট করেন, ‘‘আপনি নিজের জগতে থাকুন। সব বিষয়ে নাক গলানোর কী প্রয়োজন?’’ ‘‘বাজে ছবি ছেড়ে এ বার হলেন অর্থনীতি বিশারদ’’— এই বলেও কটাক্ষ করা হয় তাঁকে। সোহা অবশ্য কোনও পাল্টা টুইট করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement