Telugu Desam Party

একসঙ্গে এত বিয়ে! অন্ধ্রে গণছুটিতে শতাধিক বিধায়ক

অন্ধ্রপ্রদেশে আগামী দু’দিন বিধানসভা কক্ষ খালিই পড়ে থাকবে। কারণ, রাজ্যের মোট ১৭৬ জন বিধায়কের মধ্যে ক্ষমতাসীন দল তেলুগু দেশম পার্টির ১০০ জন বিধায়ক ছুটি নিচ্ছেন বিয়ের নিমন্ত্রণে যাবেন বলে।

Advertisement

সংবাদ সংস্থা

অন্ধ্রপ্রদেশ শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ১৬:৩৭
Share:

এ ভাবেই আগামী দু’দিন বিধানসভা কক্ষ খালিই পড়ে থাকবে। ছবি: সংগৃহিত।

এখন বিয়ের ভরা মরসুম। সর্বত্রই একটা বিয়ে বিয়ে ধুম! দেশ জুড়ে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে তাই গোছা গোছা ছুটির আবেদন জমা পড়ছে। অন্ধ্রেও আগামী কয়েক দিনে লক্ষাধিক বিয়ে হতে চলেছে। বিয়ের জন্য ছুটির আবেদন এ রাজ্যেও কিছু কম পড়েনি! কিন্তু তাই বলে একশো বিধায়কও ছুটি চেয়ে বসলেন আর তা মঞ্জুরও করে দিলেন বিধানসভার স্পিকার কোডেলা শিবপ্রসাদ রাও!

Advertisement

অন্ধ্রপ্রদেশে আগামী দু’দিন বিধানসভা কক্ষ খালিই পড়ে থাকবে। কারণ, রাজ্যের মোট ১৭৬ জন বিধায়কের মধ্যে ক্ষমতাসীন দল তেলুগু দেশম পার্টির ১০০ জন বিধায়ক ছুটি নিচ্ছেন বিয়ের নিমন্ত্রণে যাবেন বলে। বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেসের ৬৭ জন বিধায়ক তো আগেই অধিবেশন বয়কট করে বসে আছেন। এ অবস্থায় অধিবেশন চলবে কী করে!

আরও পড়ুন:
জয়পুর দুর্গে ঝুলন্ত দেহ যুবকের, ইঙ্গিত পদ্মাবতীর দিকে

Advertisement

লাইনচ্যুত ভাস্কো-দা-গামা এক্সপ্রেস, মৃত অন্তত ৩

কিন্তু তেলুগু দেশমের একশো বিধায়কের একসঙ্গে এ ভাবে ছুটি নেওয়া এবং সকলের ছুটি মঞ্জুর করায় দেশের বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, গত বছর যে বিধায়কদের মাসিক বেতন ৯৫ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করা হয়েছিল, যাঁদের ঘাড়ে রাজ্যের উন্নয়নের গুরুদায়িত্ব রয়েছে, তাঁরা কী করে এ ভাবে ছুটি নিতে পারেন! এটাই প্রথম নয়। গত সপ্তাহেও এজিটেক সামিটে যোগ দেওয়ার জন্য তেলুগু দেশমের বিধায়কেরা অধিবেশন থেকে দু’দিন ছুটি নিয়েছিলেন। জনগণের টাকায় লক্ষ লক্ষ টাকা বেতন নিয়ে বিধায়কদের এ ভাবে ছুটি কাটানো নিয়ে তাই সরব হয়েছেন অনেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement