বাবা-মার গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল ছেলে-মেয়ে। যোরহাটের ঘটনা। পুলিশ জানায়, পুলিবর থানা এলাকার ডুলিয়াগাঁওয়ের বাসিন্দা দেবেন ও নিকুমণি দত্তের ছেলে পিঙ্কু ও মেয়ে সুমির মধ্যে দীর্ঘ দিন ধরেই ঝামেলা ছিল। পুলিশ জানায়, ২৭ মে পিঙ্কু ও সুমি আত্মহত্যার চেষ্টা করলে দেবেনবাবু তাঁদের বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করেন। গত কাল দু’জন সেখান থেকে পালিয়ে আসে। অভিযোগ, আজ ভোরে বাবা-মাকে ঘরের ভিতরে আটকে গ্যাসের পাইপ খুলে দেয় পিঙ্কুরা। তার পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিজেদের গলায় ও হাতে ধারালো অস্ত্রের কোপ মারে তাঁরা। আগুন দেখে পড়শিরা সেখানে পৌঁছে দরজা ভেঙে দেবেনবাবু ও নিকুদেবীকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। চার জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।