UPSC

সিভিল সার্ভিসে প্রথম কৃষক পরিবারের প্রদীপ

হরিয়ানার সোনীপতের কৃষক পরিবারের সন্তান ২৯ বছরের প্রদীপের ইচ্ছে শিক্ষাক্ষেত্রে কাজ করার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০৪:২১
Share:

প্রদীপ সিংহ

ইউপিএসসি ২০১৯ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। সফল পরীক্ষার্থীদের সম্ভাব্য নিয়োগ তালিকাও প্রকাশ করেছে কমিশন। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছেন হরিয়ানার প্রদীপ সিংহ। দ্বিতীয় হয়েছেন যতীন কিশোর এবং তৃতীয় স্থানে প্রতিভা বর্মা।

Advertisement

হরিয়ানার সোনীপতের কৃষক পরিবারের সন্তান ২৯ বছরের প্রদীপের ইচ্ছে শিক্ষাক্ষেত্রে কাজ করার। সোনীপতের গন্নৌরের তেওরি গ্রামের প্রদীপ বিশ্বাসই করতে পারছেন না তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছেন। কোনও রাখঢাক না-করেই বলেছেন, ‘‘এটা আমার কাছে অবিশ্বাস্য, অপ্রত্যাশিত। কখনও ভাবিনি প্রথম হবো।’’ স্থানীয় স্কুলেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন প্রদীপ। তার পরে সোনীপতের দীনবন্ধু ছোটুরাম ইউনির্ভাসিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে বি টেক। এসএসসি পরীক্ষা দিয়ে আয়কর বিভাগে চাকরি পান ২০১৫ সালে। তিন বার সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছিলেন প্রদীপ। তিনি জানিয়েছেন, প্রথম দু’বার সফল হননি। ২০১৮ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় ২৬০ র‌্যাঙ্ক করে ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসে যোগ দেন তিনি। প্রদীপ জানিয়েছেন, তিনি শিক্ষা মন্ত্রকে কাজ করতে চান। যাতে সমাজের পিছিয়ে পড়া ও গরিব মানুষগুলির মধ্যে সরকারি শিক্ষা প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে পারেন।

শিক্ষা ও পরিবেশ মন্ত্রকে কাজ করতে চান দ্বিতীয় স্থানাধিকারী দিল্লির বাসিন্দা বছর ছাব্বিশের যতীন। বর্তমানে তিনি গ্রামোন্নয়ন মন্ত্রকে কর্মরত। তাঁর কথায়, ‘‘এই নিয়ে দু’বার পরীক্ষা দিলাম। দ্বিতীয় বারে দ্বিতীয় হয়ে সত্যিই খুশি।’’ তৃতীয় স্থানাধিকারী উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা প্রতিভা ২০১৮ সালে এই পরীক্ষায় ৪৮৯ র‌্যাঙ্ক করেছিলেন। রাজস্ব বিভাগে কর্মরত তিনি। আজ ফল প্রকাশের পরে তিনি বলেছেন, ‘‘নিজের রাজ্যে থেকে নারী ও শিশুকল্যাণ বিষয়গুলি নিয়ে কাজ করতে চাই।’’

Advertisement

জামিয়া মিলিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির ২৫ জন আবাসিক এবং ‘মক ইন্টারভিউ’য়ের প্রশিক্ষণ নেওয়া পাঁচ জন এ বার ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন। মডেল ঐশ্বর্য শেওরান ইউপিএসসি-তে ৯৩ র‌্যাঙ্ক করেছেন। পরীক্ষায় আর এক প্রদীপ সিংহও সফল হয়েছেন। তাঁর র‌্যাঙ্ক ২৬। প্রথমে অনেকেই মনে করেছিলেন, প্রথম হওয়া প্রদীপ সিংহ তিনিই। সেই ভুল অবশ্য ভাঙিয়ে দিয়েছেন ২৬ র‌্যাঙ্ক করা বিহারের বাসিন্দা প্রদীপই। তাঁর বাবা একটি পেট্রোল পাম্পে কাজ করেন। কমিশনের সম্ভাব্য নিয়োগ তালিকায় স্থান পেয়েছেন ৮২৯ জন।

আরও পড়ুন: ফের লকডাউনে চিন্তায় অর্থনীতি

সিভিল সার্ভিস পরীক্ষায় সফলদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট, ‘‘পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানাই। জনসেবায় তোমাদের জন্য চ্যালেঞ্জিং কেরিয়ার অপেক্ষা করছে। যা কিনা স্বস্তি দেবে।’’

আরও পড়ুন: আগামী মাসে দ্বিতীয় পরীক্ষা কোভ্যাক্সিনের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন