National news

উত্তরপ্রদেশ বিধানসভার কাছে খুন প্রাক্তন বিজেপি সাংসদের ছেলে

শনিবার রাতে বিজেপির দলীয় কার্যালয় এবং উত্তরপ্রদেশ বিধানসভা থেকে মাত্র ৩০০ মিটার দূরে কাসমান্ডা হাউসে এই ঘটনাটি ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ১২:৫৫
Share:

বৈভব তিওয়ারি। ছবি ফেসবুকের সৌজন্যে।

প্রাক্তন বিজেপি সাংসদের ছেলেকে গুলি করে খুন করল তাঁরই বন্ধু। শনিবার রাতে বিজেপির দলীয় কার্যালয় এবং উত্তরপ্রদেশ বিধানসভা থেকে মাত্র ৩০০ মিটার দূরে কাসমান্ডা হাউসে এই ঘটনাটি ঘটে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম বৈভব তিওয়ারি (৩৬)। তিনি দোমারিয়াগঞ্জের প্রাক্তন বিজেপি সাংসদ প্রেমপ্রকাশ তিওয়ারির ছেলে। ১৯৮৯, ১৯৯১ এবং ১৯৯৩ এই তিন বছর প্রেমপ্রকাশ দোমারিয়াগঞ্জ থেকে সাংসদ নির্বাচিত হন। প্রেমপ্রকাশের একমাত্র ছেলে ছিলেন বৈভব। বৈভবের জমি-জায়গার ব্যবসা রয়েছে।

উত্তরপ্রদেশের লখনউ জোনের এডিজি অভয় প্রসাদ জানান, ওই রাতে বৈভবকে বাড়ি থেকে ডেকে কাসমান্ডা হাউসে নিয়ে যান তাঁরই বন্ধু সূর্য। সেখানেই কোনও বিষয় নিয়ে দু’জনের কথা কাটাকাটি হয়। তার পরই বন্দুক বের করে বৈভবকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন সূর্য। সূর্যকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: প্রতিশ্রুতিই সার, আজও নিরাপদ নয় মেয়েরা: নির্ভয়ার মা

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যবসা সংক্রান্ত বিবাদ থেকেই এই ঘটনা। আগে সূর্য আর বৈভব ব্যবসায় পার্টনার ছিলেন। দু’জনের মধ্যে ঝামেলা হওয়ায় বছর তিনেক আগে ব্যবসা আলাদা করে নেন বৈভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement